Scores

মুরালির সঙ্গে মিল প্রসঙ্গে মুখ খুললেন মুস্তাফিজ

কাটার দিয়ে নাম পেয়েছিলেন কাটার মাস্টার। বাংলাদেশের বাইরে তাকে অনেকে চেনেন দ্য ফিজ বা ফিজ নামে। এবার আইপিএল খেলতে গিয়ে নতুন নাম পেয়েছেন মুস্তাফিজুর রহমান। কিংবদন্তি বোলার মুত্তিয়া মুরালিধরনের সাথে মিল রেখে তাকে অনেকে এখন ডাকে মুরালিফিজুর নামে। 

মুরালির সঙ্গে মিল প্রসঙ্গে মুখ খুললেন মুস্তাফিজ
আইপিএলে মুস্তাফিজকে তুলনা করা হয় মুরালিধরনের সাথে। ছবি : রাজস্থান রয়্যালস

নতুন এই নামের কথা জেনেছেন মুস্তাফিজও। মুরালিধরন ছিলেন স্পিনার। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি এই লঙ্কান কিংবদন্তি। তার সাথে তুলনাও নিশ্চয়ই বড় অর্জন।

অবশ্য ‘তুলনা’ বলা একটু বাড়াবাড়িও ঠেকতে পারে। সেক্ষেত্রে বলা যায় মিলের কথা। পেসার হওয়া সত্ত্বেও কাটারে মুস্তাফিজের পারদর্শিতা দেখে আইপিএলের সমর্থকরা বাধ্য হয়েছিলেন তাকে মুরালিধরনের সাথে তুলনা করতে।

Also Read - স্বপ্নের বাইক পেয়ে ইভ্যালিকে মুস্তাফিজের ধন্যবাদ


রাজস্থান রয়্যালসের প্রকাশিত এক ভিডিও বার্তায় মুস্তাফিজকে প্রশ্ন করা হয়েছিল মুরালির সাথে তার মিল ও মুরালিফিজুর নাম নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নন বলে মুস্তাফিজ খুব একটা মাথা ঘামাননি তার নতুন নাম নিয়ে। তবে নতুন নতুন নাম পেতে ভালো লাগে, জানিয়েছেন তিনি।

মুস্তাফিজ বলেন, ‘মুরালিফিজুর নতুন নাম, আমি ঐভাবে শুনিনি। আপনারা শুনেছেন বেশি। আমি তো সেভাবে অনলাইনে দেখি না। ভালোই লাগে আমার। কেউ কিছু বললে ভালো লাগে।’

মুস্তাফিজ কথা বলেছেন তার আগের দুই নাম ফিজ ও কাটার মাস্টার নিয়েও। তিনি বলেন, ‘২০১৬ সালে যখন খেলেছি তখন আমার নাম ফিজ ছিল। কাটার মাস্টার নাম হয় ভারতের সাথে প্রথম খেলার সময়েই, ওখান থেকেই শুরু।’

 

 

 

Related Articles

ভারতকে কটাক্ষ : শঙ্কায় ম্যাককালাম-মরগানের আইপিএল ভবিষ্যৎ

আইপিএলের পুরো টাকা পাবেন না সাকিব-মুস্তাফিজ

অবশেষে বাড়ি ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

আইপিএলের অবশিষ্টাংশে খেলবেন না কামিন্স

আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন না সাকিব-মুস্তাফিজ