Scores

ম্যাক্সওয়েল এখন ভারতের ‘জামাই’

গ্লেন ম্যাক্সওয়েলের সাথে অন্যরকম সম্পর্ক হল ভারতের। অস্ট্রেলীয় এই ক্রিকেটার জীবনসঙ্গিনী খুঁজে নিয়েছেন ভারত থেকে। এটি অবশ্য পুরনো খবর। নতুন খবর হল, প্রেয়সীর সাথে বাগদানও সম্পন্ন করেছেন অজি তারকা।

ম্যাক্সওয়েল এখন ভারতের 'জামাই'

ম্যাক্সওয়েলের হবু স্ত্রী ভিনি রমন, যিনি ভারতীয় বংশোদ্ভূত। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করে আসছেন দুজন। মাসখানেক আগে বিয়ের কথা জানান। এরই ধারাবাহিকতায় সেরে ফেললেন বাগদান।

Also Read - করোনাভাইরাসে 'বন্দী' আর্থার-ফ্লাওয়ারবাগদানের অনুষ্ঠানে উপমহাদেশের সাজেই এসেছিলেন ম্যাক্সওয়েল। পরনে ছিল ভারতীয় কুর্তি-পায়জামা। হবু স্ত্রী পরেন কালো লেহেঙ্গা। রমন দুজনের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন-

‘গত রাতে ভারতীয় সংস্কৃতি মেনে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বিয়েটা কেমন হতে পারে সে সম্পর্কে ম্যাক্সওয়েলকে একটা ধারণা দিলাম আমি।’

বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমনের আত্মীয়স্বজন। ছিলেন ম্যাক্সওয়েলের পক্ষের লোকও।

রমন জানান, ‘আমাদের অসাধারণ পরিবার ও বন্ধুরা এত কম সময়ের নোটিসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এরকম ভালো মানুষদের আমাদের পাশে পেয়ে।’

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া

অবসরের আগে স্মিথের ‘দুই লক্ষ্য’

আইপিএলকে ‘না’ বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার

অবসর নিয়ে ভাবছেন ওয়ার্নার