
প্রকাশিত হয়েছে - 2025-03-05T14:42:34+06:00
আপডেট হয়েছে - 2025-03-05T14:42:34+06:00
ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) গতকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে ১০ উইকেটের বড় পরাজয় বরণ করে বিজয়ের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। হারের পর বড় দুঃসংবাদ শুনতে হয়েছে দলটির অধিনায়ক এনামুল হক বিজয়কে।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জরিমানা করা হয়েছে বিজয়কে। ছবি : সংগৃহীত
ম্যাচে অপেশাদার আচরণের কারণে শাস্তি পেয়েছেন এনামুল হক বিজয়। বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান বিজয়। লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরিফুল ইসলামের বল তার ব্যাট ছুঁয়ে যায় এমন ভেবে আউট দেন আম্পয়ার। এই সিদ্ধান্ত মানতে পারেননি বিজয়।
মাঠ থেকে বের হওয়ার আগে আম্পায়ারের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন বিজয়। তার এমন অঙ্গভঙ্গির কারণে ম্যাচ শেষে তাকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি এহসানুল হক। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার শাস্তি বিজয় মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচ বিজয়ের পাশাপাশি ব্যর্থ হয়েছে পুরো দল। শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপর তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১০ উইকেটে জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
ডিপিএলে এবারের মৌসুমে জরিমানার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে গত সোমবার (৩ মার্চ) আম্পায়ারিং বিতর্কে মেজাজ হারিয়ে দেড় লাখ টাকা জরিমানা গুনেছেন প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরফান শুক্কুর ও দলটির ম্যানেজার দেব চৌধুরী। তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফান শুক্কুর। এর আগের এক ডিমেরিটসহ মোট ৪ পয়েন্ট হওয়ায় পরের ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে শুক্কুরকে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।