
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান জাতীয় দল এখন ঢাকায়। দুই দলের মূল লড়াই শুরুর আগে সোমবার (১৫ নভেম্বর) মিরপুরে প্রথমবারের মত অনুশীলন করেছে বিশ্বকাপ মাতিয়ে আসা দলটি। এ সময় অনুশীলন মাঠে দেখা যায় পাকিস্তানের পতাকা।

ম্যাচ চলাকালে আনুষ্ঠানিকভাবে দুই দলের পতাকা টানানোর রীতি থাকলেও অনুশীলনে পতাকা টানানোর কোনো রীতি নেই। মিরপুর একাডেমি মাঠে পাকিস্তানের দুটি পতাকা উড়তে দেখে তাই অনেকেই হলেন বিস্মিত, কেউ কেউ প্রকাশ করলেন অসন্তোষ।
তবে অনুশীলনে পাকিস্তানের পতাকা টানানোর ঘটনা এটাই প্রথম নয়। সদ্য সমাপ্ত বিশ্বকাপ থেকে এর প্রচলন ঘটিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ চলাকালে দলটির কোচ সাকলাইন মুশতাক এর ব্যাখ্যাও দিয়েছেন।
🇵🇰 team in their first training session in Dhaka
📸 PCB #BANvPAK pic.twitter.com/uLAxy5ZoV0
— bdcrictime.com (@BDCricTime) November 15, 2021
মূলত সাকলাইনের পরিকল্পনায়ই অনুশীলনে পতাকা টানানো শুরু করেছে পাকিস্তান। সাকলাইনের ভাষায়, ‘এই দলটি পুরো জাতিকে প্রতিনিধিত্ব করছে। পতাকা খেলোয়াড়দের মনে করিয়ে দেয়, ২২০ মিলিয়ন মানুষ একতাবদ্ধ হয়েছে, আমাদের জন্য গলা ফাটাচ্ছে। আমরা সবাই একতাবদ্ধ। ক্রিকেট বিশ্বকে এটা বোঝানোর জন্যই এই অভিনব উদ্যোগ।’

অর্থাৎ ক্রিকেটারদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই ম্যাচের মত অনুশীলনেও পতাকা টানানোর এই পরিকল্পনা সাকলাইনের। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় বাংলাদেশেও অনুশীলন চলাকালে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট টানিয়েছে এশিয়ার দেশটির পতাকা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।