যে কারণে অ্যালেনকে টার্গেট করেছিলেন মোসাদ্দেক
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মোসাদ্দেক হোসেন। তার করা ঝড়ো ফিফটিতে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচ শেষে মোসাদ্দেক জানান, ফাবিয়ান অ্যালেনের ওভারকেই টার্গেট করেছিলেন তিনি।

আগের ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান সাকিব আল হাসান। ফাইনালে খেলবেন না একপ্রকার নিশ্চিতই ছিল। সেই বদৌলতে সুযোগ মেলে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের। সেই সুযোগের পুরোপুরি সদ্যব্যবহার করেছেন এই ব্যাটসম্যান। বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম শিরোপার স্বাদ।
২৪ বলে খেলেন ৫২ রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশের যখন ৩ ওভারে ২৭ রান দরকার ছিল তখনই উইন্ডিজ অধিনায়ক হোল্ডার বল তুলে দেন ফাবিয়ান অ্যালেনের হাতে। পেস বলে ধুঁকতে থাকা মোসাদ্দেক স্পিন পেয়েই জেগে উঠেন। ঐ ওভারে তিনটি ছয় হাঁকান মোসাদ্দেক। এই ব্যাটসম্যান জানান ফাবিয়ানকেই টার্গেট করেছিলেন তিনি।
“ওই ওভারে যখন একটা ছক্কা হলো, মনে হলো এ ওভারে রান যতটা এগিয়ে নেওয়া যায়। ৩ ওভারে ২৭ রান দরকার ছিল। ওই ওভারটা আমরা টার্গেট করেছিলাম, রানটা এগিয়ে রাখব। ওই ওভারটাই টার্গেট করেছিলাম।”
ত্রিদেশীয় সিরিজ জিতে বিশ্বকাপের আগে বেশ ভালো আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে বাংলাদেশ। দলের সব ব্যাটসম্যানরাই মোটামুটি ফর্মে রয়েছেন। যারাই সু্যোগ পেয়েছেন তারাই সেটি কাজে লাগিয়েছেন। ইংল্যান্ডে আয়ারল্যান্ডের তুলনায় আরও ভালো উইকেট পাবে ব্যাটসম্যানরা। নিচের দিকে এমন ইনিংসই খেলতে চান মোসাদ্দেক।
“ওখানে যখন যাব, বিশ্বকাপে উইকেট আরও ভালো হবে। নিচের দিকে নেমে এ ধরনের ইনিংস যদি খেলতে পারি, দলের খুব কাজে দেবে। যদি সুযোগ পাই, নিজের খেলার চেষ্টা করব, যেটা দলকে কাজে দেবে।”
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।