যে কারণে স্টেডিয়ামে এসেছিল সেনাবাহিনী
রুটিন ওয়ার্ক সারতে স্টেডিয়ামে এসেছিল সেনাবাহিনী।

যে কারণে বিসিবিতে এসেছিল সেনাবাহিনী
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-07T17:54:17+06:00
আপডেট হয়েছে - 2024-08-07T17:54:17+06:00
রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। লম্বা সময় ক্ষমতায় থাকার পর অবশেষে দায়িত্ব ছেড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। পদত্যাগ করেছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এর আগে কোটা সংস্কারের ব্যাপারে আন্দোলনে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। পরে বহু লড়াই শেষে কোটা সংস্কারের আন্দোলন পরিণত হয় ১ দফা দাবিতে – শেখ হাসিনার পদত্যাগ। ৫ আগস্ট সেই দাবি আদায়ও হয়েছে। বর্তমানে দেশে কিছুটা অরাজকতা এবং বিশৃঙ্খলা চলছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সজাক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। এরই অংশ হিসেবে আজ সকালে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে গিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
সেনাবাহিনী কেন স্টেডিয়ামে গিয়েছিল সেই বিষয়টি খোলাসা করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইন চার্জ শাহরিয়ার নাফীস। গণমাধ্যমকে নাফীস বলেন, ‘বাংলাদেশ আর্মির পেট্রোল যে টিমটা আছে, গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই একটা পেট্রোল দিয়ে যায়। এটা তাদের রুটিন ওয়ার্ক। এটা কোনো নিরাপত্তার ব্যাপার না। তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেটারই একটা অংশ। প্রতিদিন সকালেই আর্মি একবার এসে যায়। যেহেতু বাংলাদেশ আনসার এবং ভিডিপিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের আনসার সদস্যরা বিসিবির নিরাপত্তার দায়িত্বে থাকে। সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্যই তারা এসেছে। যেহেতু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান, এটা তারা রুটিন ওয়ার্ক হিসেবেই করছে।’
চলতি আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে পাকিস্তান ‘এ’ দলের সাথে সিরিজ খেলতে পাকিস্তান যাবে ‘এ’ দল। মিরপুরে আজ থেকে শুরু হয়েছে ‘এ’ দলের অনুশীলন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।