যে ভরসায় আত্মবিশ্বাসী ছিল রাজশাহী
রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নেমেছে বিপিএলের চট্টগ্রাম পর্বের। বুধবার (৩০ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের জয়।

আর এই জয়ে রাজশাহী কিংসের শেষ চারের আশা এখনও জিইয়ে রয়েছে। যদিও আসর থেকে বাদ পড়েছে সিলেট সিক্সার্স।
লিগ পর্বের ম্যাচে এটি ছিল রাজশাহী কিংসের শেষ ম্যাচ। অর্থাৎ, প্লে-অফে না উঠলে এবারের আসরে আর মাঠে নামা হবে না দলটির। শেষ চারে উঠতে হলে দলটিকে এখন তাকাতে হচ্ছে ঢাকা ডায়নামাইটসের দিকে।
তবে শেষ চার নিয়ে দুশ্চিন্তা না করে রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দারুণ জয়ের পেছনে কৃতিত্ব দিচ্ছেন ব্যাটসম্যানদের। লরি ইভান্স ও রায়ান টেন ডেসকাটের দারুণ ব্যাটিং এদিন পথ হারাতে দেয়নি রাজশাহীকে। ইভান্স ৭৬ ও ডেসকাট ৪৬ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
Also Read - চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলের হালচালতাদের প্রশংসা করে মিরাজ বলেন, ‘আমি মনে করি এটা দারুণ এক ম্যাচ ছিল। আমাদের ব্যাটসম্যানরা আজ ভালো ব্যাটিং করেছে। লরি ইভান্স এবং রায়ান টেন ডেসকাট দারুণ করেছে ব্যাট হাতে, এটা আমাদের জয়ে বড় অবদান রেখেছে।’
১৮৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমেও সিলেটের বিপক্ষে রাজশাহী জয় পায় ১২ বল বা ২ ওভার বাকি থাকতে। সিলেটের বোলাররা ভালো বোলিং করলেও তাদের বিপক্ষে কার্যকরী ছিল রাজশাহীর ব্যাটিং। মিরাজ মনে করেন, এই ম্যাচের উইকেটও ছিল ব্যাটিং-বান্ধব। একইসাথে দলের ব্যাটসম্যানরা ফর্মে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও ছিলেন তারা।
তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য উপযোগী ছিল। আমাদের দলে অনেক ব্যাটসম্যান আছে। তারা ফর্মে থাকায় আমরা এই ম্যাচে আত্মবিশ্বাসী ছিলাম।’
দলকে সমর্থন জানাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির হওয়া রাজশাহী কিংস সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মিরাজ আরও বলেন, ‘আমাদের দলের মালিক খুব খুশি। আশা করি আমাদের আজকের পারফরম্যান্স সবাই খুব উপভোগ করেছেন।’