রশিদের চোটে এমআই কেপটাউনের অধিনায়কের দায়িত্বে পোলার্ড
রশিদের চোটে কপাল খুলেছে পোলার্ডের।

রশিদের চোটে এমআই কেপটাউনের অধিনায়কের দায়িত্বে পোলার্ড
প্রকাশিত হয়েছে - 2024-01-07T22:51:39+06:00
আপডেট হয়েছে - 2024-01-07T22:51:39+06:00
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ এর আগামী আসরে খেলা হচ্ছে না এমআই কেপটাউনের অধিনায়ক রশিদ খানের। পিঠের চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কাইরন পোলার্ডকে।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রশিদ খান। ছবি : গেটি ইমেজস
পিঠের চোট থেকে এখনও সেরে উঠছেন রশিদ। চোটের কারণে আফগানিস্তানের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি, খেলা হয়নি বিগ ব্যাশেও। ভারত সিরিজের দলে থাকলেও তার খেলার সম্ভাবনা খুবই কম। এবারই প্রথমবারের মত এসএ২০ তে খেলতে যাচ্ছেন পোলার্ড। সময় কাছাকাছি হওয়ায় আইএলটি-টোয়েন্টিতে একই ফ্র্যাঞ্চাইজির দল এমআই এমিরেটসের অধিনায়কের দায়িত্ব থেকে পোলার্ডকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নিকোলাস পুরানকে। এসএ২০ এর খেলা শেষ করে শেষ সময়ে আইএলটি-টোয়েন্টিতে যোগ দিতে পারেন পোলার্ড।
কিছুদিন আগে আবুধাবি টি-টেন লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন পোলার্ড। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরেছে নিউইয়র্ক। এছাড়া সিপিএলে নিকোলাস পুরানের সাথে একই দল ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলেন পোলার্ড। এসএ২০তে অবশ্য দুজনের দল ভিন্ন। ডারবান সুপার জায়ান্টস ওয়াইল্ডকার্ডের ক্রিকেটার হিসেবে দলে টেনেছে পুরানকে। আইএলটি-টোয়েন্টির আগে ডারবানের হয়ে এসএ২০তে ৩টি ম্যাচ খেলার কথা আছে পুরানের।
কাইরন পোলার্ড। ছবি : গেটি ইমেজস
আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএ২০, ১৯ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আইএলটি-টোয়েন্টি। একই সময়ে চলবে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের খেলাও।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।