রাওয়ালপিন্ডি টেস্টের মাঝপথে বাবা হলেন শাহীন

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-08-24T14:49:15+06:00
আপডেট হয়েছে - 2024-08-24T14:49:15+06:00
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের মাঝপথেই বাবা হলেন শাহীন আফ্রিদি। শাহীনের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ায় নানা হয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তান জাতীয় দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি শুধু জাতীয় দলের শহীদ আফ্রিদির উত্তরসূরিই নন, একইসাথে মেয়ের জামাইও। শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সাথে গাঁটছড়া বেঁধেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই পেসার। এবার তাদের কোলজুড়ে এলো সন্তান।
তারকা দম্পতির প্রথম সন্তান ছেলে। তার নাম রাখা হয়েছে আলী ইয়ার। খুশির এই খবর নিশ্চিত করেছে আফ্রিদি পরিবার। শাহীন যেমন প্রথমবার বাবা হলেন, তেমনি শহীদ আফ্রিদিও প্রথমবার নানা হলেন।
সাম্প্রতিক সময়ে ঝড় বয়ে গেছে শাহীনের উপর দিয়ে। নেতৃত্ব হারানোর পর বিশ্বকাপের সময় জন্ম দেন নতুন বিতর্কের। মোহাম্মদ ইউসুফের সাথে ঝগড়া করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে ছিলেন। এমনকি সন্তান জন্মদানের কারণে স্ত্রীর পাশে থাকতে ছুটিতে থাকার কথা ছিল বাংলাদেশ সিরিজে। পাকিস্তানের নতুন টেস্ট কোচ জেসন গিলেস্পিও ছুটি মঞ্জুর করেছিলেন। তবে শেষপর্যন্ত দলের সাথেই থাকেন আফ্রিদি, খেলছেন চলমান টেস্ট সিরিজে। এই খেলার ফাঁকেই তার স্বস্তি বাড়িয়ে দিল সন্তানের আগমন।
শহীদ আফ্রিদির মেজো মেয়ে আনশা আফ্রিদির সাথে তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদির বিয়ে হয় গত বছর। আফ্রিদির মেয়ে আনশা মেডিকেলে পড়াশোনা করেছেন। ক্রিকেট দুনিয়ায় আনশা অবশ্য আগে থেকেই ছিলেন পরিচিত। শাহীনের স্ত্রী হওয়ার আগেও তার দেখা মিলেছে একাধিকবার। বাবার খেলা দেখতে প্রায়ই স্টেডিয়ামে আসতেন, ধরা পড়তেন ক্যামেরার লেন্সে। শহীদ আফ্রিদির মোট পাঁচ সন্তান, প্রত্যেকেই মেয়ে। তাদের মধ্যে আনশা দ্বিতীয়। বাকিরা হলেন- আকসা, আজওয়া, আসমারা ও আরওয়া।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।