██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রাজকোটে রোহিত-জাদেজার সেঞ্চুরিতে ভারতের দিন

অভিষেকে ফিফটি হাঁকিয়েছেন সরফরাজ।

রাজকোটে রোহিত-জাদেজার সেঞ্চুরিতে ভারতের দিন

রাজকোটে রোহিত-জাদেজার সেঞ্চুরিতে ভারতের দিন

প্রকাশিত হয়েছে - 2024-02-15T18:16:33+06:00

আপডেট হয়েছে - 2024-02-15T18:17:04+06:00

রাজকোট টেস্টে দিনভর দাপট দেখিয়েছে ভারত। রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার সেঞ্চুরির সাথে অভিষিক্ত সরফরাজ খানের ঝলমলে ফিফটিতে প্রথম দিনেই ৩০০ ছাড়িয়েছে ভারতের রান। ক্রিজে এখনও টিকে আছেন সেঞ্চুরি হাঁকানো জাদেজা।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  অভিষেকেই ব্যাট হাতে উজ্জ্বল সরফরাজ। ছবি : গেটি ইমেজস

 

রাজকোটে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। বহু অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়েই ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছে সরফরাজ খানের। তাকে টেস্ট ক্যাপ দেওয়ার সময় সৃষ্টি হয়েছিল আবেগঘন দারুণ এক মুহূর্ত। ব্যাটিংয়ে নেমে শুরুটা অত দাপটের সাথে করতে পারেনি ভারত। দলের ২২ রানের মাথায় ১০ বলে ১০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ওপেনার যশস্বী জাইসওয়াল।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

তিনে নেমে সুবিধা করতে পারেননি শুবমান গিলও। ৯ বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরেছেন গিল। চারে নামা রজত পতিদারও ছিলেন ব্যর্থ। ১৫ বলে ৫ রান করে আউট হন তিনি। মাত্র ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই প্রচণ্ড চাপে পড়ে যায় ভারত।

 শুরুতে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন ইংলিশ বোলাররা। ছবি : গেটি ইমেজস

সেই ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করার অভিযানে নামেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। দুজনে ব্যাট হাতে ছিলেন দারুণ সাবলীল। ধীরেসুস্থে সময় নিয়ে বিপদ সামাল দিয়েছেন রোহিত এবং জাদেজা। তাদের কার্যকরী ব্যাটিংয়ে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারত। ফিফটি ছুঁয়ে এগোতে থাকেন রোহিত-জাদেজা।

 

সময়ের সাথে সাথে ক্রিজে আরও জমে যান রোহিত এবং জাদেজা। তাদের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে চড়ে বড় হতে থাকে ভারতের ইনিংস। ফিফটির পর দারুণ এক সেঞ্চুরি তুলে ফেলেন রোহিত। দুজনের জুটিও পার করে ফেলে ২০০ রান। ১৯৬ বলে ১৩১ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলের ২৩৭ রানের মাথায় বিদায় নেন রোহিত। জাদেজা এবং রোহিত মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ২০৪ রান।

সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। ছবি : গেটি ইমেজস

এরপর অভিষিক্ত সরফরাজের সাথে জুটি বাঁধেন জাদেজা। প্রথম ম্যাচ খেলতে নামা সরফরাজ ছিলেন কিছুটা আক্রমণাত্মক। দারুণ দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে রান তুলতে থাকেন তিনি। জাদেজাও ছিলেন বেশ সাবলীল। অভিষেক ম্যাচ খেলতে নেমে ৪৮ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন সরফরাজ। কেন যে তাকে এতদিন দলে ডাকেনি ভারত কে জানে! তবে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত যে ভুল ছিল তা যেন নিজের প্রথম ম্যাচেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সরফরাজ।

 

ভালোভাবেই এগোচ্ছিল সরফরাজ এবং জাদেজার জুটি। তবে ঝামেলাটা বাঁধে শেষ বিকেলে। সেঞ্চুরির খুব কাছে থাকা জাদেজা রান নিতে গিয়ে ভুল বোঝাবোঝিতে আউট হয়ে যান সরফরাজ। দুর্ভাগ্যজনক আউটে ৬৬ বলে ৬২ রানের মাথায় থামে সরফরাজের প্রথম টেস্ট ইনিংস।

জাদেজাও পেয়েছেন সেঞ্চুরির দেখা। ছবি : গেটি ইমেজস

পরে সেঞ্চুরি ছুঁয়েছেন জাদেজা। শেষ বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদীপ যাদবকে নিয়ে ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন সময়। হতে দেননি কোনো বিপদ। সেঞ্চুরি হাঁকিয়ে ২১২ বলে ১১০ রান করে ক্রিজে টিকে আছেন জাদেজা। আরেক প্রান্তে কুলদীপ অপরাজিত আছেন ১০ বলে ১ রান করে। দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলতে পেরেছে ভারত।


ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মার্ক উড। এছাড়া ১ উইকেট নেন টম হার্টলি।

 

দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ এটি। সিরিজে বর্তমানে চলছে ১-১ সমতা।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.