██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রানার ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে চড়ে রাজস্থানের জয়

আসরের প্রথম জয় পেয়েছে রাজস্থান।

রানার ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে চড়ে রাজস্থানের জয়

রানার ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে চড়ে রাজস্থানের জয়

প্রকাশিত হয়েছে - 2025-03-31T00:12:16+06:00

আপডেট হয়েছে - 2025-03-31T00:12:16+06:00

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ম্যাচে আগে ব্যাট করে রাজস্থান তোলে ১৮২ রান। জবাবে চেন্নাই থেমেছে ১৭৬ রান করে। এই জয়ের ফলে এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল রাজস্থান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

৩৬ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন রানা।
গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চেন্নাই। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই যশস্বী জাইসওয়ালের উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। ৩ বলে ৪ রান করে দলের ৪ রানের মাথায় সাজঘরে ফিরেছেন জাইসওয়াল। এরপর জুটি বাঁধেন সাঞ্জু স্যামসন এবং নিতিশ রানা। স্যামসন কিছুটা দেখেশুনে আগালেও চরম মারমুখি ছিলেন রানা। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন তিনি। তাতে দলের বোর্ডে রানও উঠেছে দ্রুত গতিতে।

 

পাওয়ারপ্লের ফায়দাটা সুদে-আসলে লুটেছেন রানা। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে রাজস্থান। পাওয়ারপ্লে শেষে থেমেছেন স্যামসন। দলের ৮৬ রানের মাথাতে আউট হওয়ার আগে ১৬ বলে ২০ রানের ইনিংস খেলেছেন স্যামসনের। রানাকে ঠেকানো যাচ্ছিল না। ফিফটি ছুঁয়ে ফেলেন নিতিশ রানা।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

 

ফিফটির পরে সেঞ্চুরির দিকে ছুটেছেন রানা। বেধড়ক পিটুনিতে চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন তিনি। রানও তুলেছেন রকেটের গতিতে। কোনোভাবেই থামানো যাচ্ছিল না রানাকে। মনে হচ্ছিল সেঞ্চুরিটা বুঝি পেয়েই যাবেন।

 শেষ দিকে রাজস্থানকে চেপে ধরেন চেন্নাইয়ের বোলাররা।

কিন্তু না! শেষমেশ সেঞ্চুরিটা ছুঁতে পারেননি নিতিশ রানা। ৩৬ বলে ৮১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে দলের ১২৪ রানের মাথায় আউট হন রানা। একটু পরেই আউট হয়েছেন ধ্রুব জুরেল। দলের ১৩৪ রানের মাথাতে ৭ বলে ৩ রান করে আউট হন জুরেল। শেষের দিকে লড়াই চালিয়েছেন অধিনায়ক রিয়ান পরাগ। এছাড়া ১৬ বলে ১৯ রানের ইনিংস খেলেন শিমরন হেটমায়ার।

 

রানার আউটের পর কিছুটা ঝিমিয়ে পড়া ইনিংসকে জাগানোর চেষ্টা করেছেন পরাগ। ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের ১৬৬ রানের মাথায় বিদায় নেন রিয়ান পরাগ। শেষের দিকে ধুঁকতে ধুঁকতে এগিয়েছে রাজস্থান, হারিয়েছে একের পর এক উইকেট। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস।

 

চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেন খলিল আহমেদ, মাথিশা পাথিরানা এবং নূর আহমেদ। ১টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

 ফিফটি হাঁকিয়েছেন গাইকোয়াদ।

জবাব দিতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় চেন্নাই। ওপেনার রাচিন রবীন্দ্র সাজঘরে ফিরেছেন শুরুতেই। রানের খাতা খোলার আগেই বিদায় নেন রাচিন, দলের বোর্ডেও তখন ০ রান। রাচিনের বিদায়ের পর দলের হাল ধরেছেন রাহুল ত্রিপাঠি এবং রুতুরাজ গাইকোয়াদ। তবে শুরু থেকেই তেড়েফুঁড়ে মারতে যাননি দুজন। এগিয়েছেন দেখেশুনে। পাওয়ারপ্লেটা অত ভালো যায়নি চেন্নাইয়ের। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান তোলে চেন্নাই সুপার কিংস।

 

পাওয়ারপ্লে শেষে থেমেছেন ত্রিপাঠি। ১৯ বলে ২৩ রানের ইনিংস খেলে দলীয় ৪৬ রানের মাথায় থামেন চেন্নাইয়ের ওপেনার। এরপর গাইকোয়াদের সাথে এগিয়েছেন শিভাম দুবে। ভালো শুরু পেলেও ইনিংসটা লম্বা করতে পারেননি দুবে। ১০ বলে ১৮ রানের ইনিংস খেলে দলের ৭২ রানের মাথায় থেমেছেন তিনি।

 

গাইকোয়াদ টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন তিনি। তবে আরেক প্রান্তে সেভাবে সঙ্গ দিতে পারছিলেন না কেউ। ফলে হু হু করে বেড়েছে রিকোয়ার্ড রান রেট।

 

ফিফটি হাঁকানো গাইকোয়াদ থেমেছেন দলের ১২৯ রানের মাথায়, ৪৪ বলে ৬৩ রান করে। ততক্ষণে ম্যাচটা প্রায় হাত ফসকে বেড়িয়ে গেছে চেন্নাইয়ের। শেষের দিকে রবীদ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি মিলে লড়াই চালিয়েছেন। চেষ্টা করেছেন কঠিন সমীকরণ মেলানোর। শেষ ২ ওভারে দরকার ছিল ৩৯ রান। ১৯তম ওভারে ১৯ রান তুলে খেলা জমিয়ে দেন জাদেজা-ধোনি। 

৪ উইকেট শিকার করেছেন হাসারাঙ্গা।
শেষ ওভারে দরকার ২০ রান, বোলিংয়ে সান্দ্বীপ শর্মা, স্ট্রাইকে ধোনি। প্রথম বলে ওয়াইড। পরের বলে শিমরন হেটমায়ারের অনবদ্য এক ক্যাচে আউট ধোনি। পরের ২ বলে রান এসেছে ২। ৩ বলে দরকার ১৭ রান। পরের বলে ছক্কা হাঁকিয়ে আশা বাঁচিয়ে রাখেন জেমি ওভারটন। তবে পরের বলে নিয়েছেন ২ রান। শেষ বলেও নিয়েছেন ২ রান। ৬ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।


রাজস্থানের হয়ে ৪ উইকেট শিকার করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১টি করে উইকেট তোলেন সান্দ্বীপ শর্মা এবং জফরা আর্চার।


এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল রাজস্থান রয়্যালস। অন্যদিকে ৩ ম্যাচ খেলা চেন্নাই জিতেছে ১ ম্যাচ।



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.