
রানার পিএসএলে খেলা উচিত, বলছেন শান্ত
প্রকাশিত হয়েছে - 2025-03-17T15:26:22+06:00
আপডেট হয়েছে - 2025-03-17T15:37:12+06:00
গতির ঝড় দিয়ে ক্রিকেটবিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন নাহিদ রানা। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও রানাকে নিয়ে হয়েছে প্রচুর মাতামাতি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও নিজের খেল দেখিয়েছেন রানা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আসন্ন জিম্বাবুয়ে সিরিজের সময়ে পড়বে পিএসএলের বেশ কিছু ম্যাচ। ফলে এই সময়ে বিসিবি থেকে এনওসি পাওয়া যাবে কিনা এ ব্যাপারে কিছু শঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলে খেলতে যাওয়া উচিত নাহিদ রানার।
চলমান ডিপিএলে আবাহনীর হয়ে খেলছেন শান্ত। এরই মাঝে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক - সবকিছুর ওপর।’
শান্ত আরও বলেছেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’
রানাকে নিয়ে শান্ত আরও বলেছেন, ‘সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহ্র রহমতে এখন পর্যন্ত ফিট আছে। এনার্জিটা ধরে রেখেছে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।