রিশাদের ‘৫’ উইকেট ছাপিয়ে মজিদের ‘৯৫’, জিতল ব্রাদার্স
৫ উইকেট তুললেও দলকে জেতাতে পারেননি রিশাদ।

রিশাদের ‘৫’ উইকেট ছাপিয়ে মজিদের ‘৯৫’, জিতল ব্রাদার্স
প্রকাশিত হয়েছে - 2024-03-28T18:12:35+06:00
আপডেট হয়েছে - 2024-03-28T18:12:35+06:00
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন সম্প্রতি আলোড়ন তোলা শাইনপুকুরের লেগ স্পিনার রিশাদ হোসেন। সেই সাথে ৯৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ব্রাদার্সের আবদুল মজিদ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
৫ উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি রিশাদ।
সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন। ব্যাটিংয়ে নেমে দেখেশুনে আগাতে থাকেন দুই ওপেনার রহমতউল্লাহ আলী এবং আবদুল মজিদ। দুজনের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৫। ৩৯ বলে ২০ রান করে বিদায় নেন রহমতউল্লাহ। এরপর দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে ব্রাদার্স। আউট হয়েছেন জাকিরুল আহমেদ জেম এবং শাকিল হোসাইন। ৬১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে যেন কিছুটা চাপে পড়ে যায় ব্রাদার্স।
সেই চাপ থেকে দলকে উদ্ধার করেছেন আবদুল মজিদ এবং মাহমুদুল হাসান। শুরু থেকেই দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকা মজিদের সাথে যোগ দেন মাহমুদুল। দুজনের যুগলবন্দীতে বিপদ সামাল দিয়ে এগোতে থাকে ব্রাদার্সের ইনিংস। কার্যকরী ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি তুলে নেন মজিদ। ফিফটি হাঁকিয়েছে ছুটতে থাকেন আরও বড় রানের দিকে।
মাহমুদুলও এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। তবে ফিফটি ছোঁয়ার সুযোগ থাকলেও তা ছোঁয়া হয়নি মাহমুদুলের। ৫৫ বলে ৩৬ রান করে বিদায় নেন দলের ১৬০ রানের মাথায়। অন্যদিকে মজিদ চলে গিয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছে। তবে শেষ দিকে হতাশায় পুড়েছেন তিনি। ১৩৫ বলে ৯৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের ১৬৮ রানের মাথায় আউট হন মজিদ।
দুই সেট ব্যাটারকে হারানোর পর কমেছে ব্রাদার্সের রানের গতি। শেষ দিকে ১২ বলে ১০ রান করেন মারাজ মাহবুব নিলয়। এছাড়া ২১ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাহাতুল ফেরদৌস। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২২২ রান তোলে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।
শাইনপুকুরের হয়ে ৫ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এছাড়া ২ উইকেট নেন আরাফাত সানি। ১ উইকেট তোলেন রবিউল হক।
ব্যাট হাতে ছন্দে ছিলেন মজিদ।
জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মারমুখি ব্যাটিংয়ে ঝড় তোলেন তানজিদ। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। তানজিদের সঙ্গী খালিদ হাসান ১৫ বলে ১১ রানের ইনিংস খেলে ফিরে যান সাজঘরে। দারুণ খেলতে থাকা তানজিদ অবশ্য থেমেছেন ফিফটির আগে। ২৪ বলে ৪১ রানের ইনিংস খেলে দলের ৫৭ রানের মাথায় বিদায় নেন তিনি।
তিনে নেমে সুবিধা করতে পারেননি রিশাদ হোসেন। ৩১ বলে ৯ রানের কচ্ছপগতির এক ইনিংস খেলে হয়েছেন আউট। মাঝে দলের হাল ধরেন এসএম মেহরাব হোসেন। তবে আরেক প্রান্তে শুরু হয়ে যায় ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি মার্শাল আইয়ুব, আকবর আলীরা। ৭৭ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন মেহরাব।
ইরফান শুক্কুর খেলেন ৩৩ বলে ২৩ রানের ইনিংস। শেষ দিকে জাওয়াদ রোয়েন, রবিউল হকরা বহু চেষ্টা চালালেও হারের ব্যবধানই কমাতে পেরেছেন শুধু, দলকে পারেননি জেতাতে। ৪৮ বলে ২৯ রান করেন জাওয়াদ। অন্যদিকে রবিউল খেলেন ২৬ বলে ১৮ রানের ইনিংস। ১৯৬ রান তুলে অলআউট হয় শাইনপুকুর। ২৬ রানের জয় পায় ব্রাদার্স।
ব্রাদার্সের হয়ে ৩টি করে উইকেট নেন মনির হোসাইন এবং রহমতউল্লাহ আলী। এছাড়া ২ উইকেট নেন আবু জায়েদ রাহি। ১ উইকেট শিকার করেন আসিফ আহমেদ রাতুল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।