রোচকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
চোট কাটিয়ে ফিরেছেন রোচ, আলজারি জোসেফ বিশ্রামে।

রোচকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
প্রকাশিত হয়েছে - 2024-08-03T17:45:54+06:00
আপডেট হয়েছে - 2024-08-03T17:46:51+06:00
হাঁটুর চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে ফিরেছেন কেমার রোচ। সর্বশেষ ইংল্যান্ড সফরটা চোটের কারণে মিস করেছিলেন রোচ। এবার চোট কাটিয়ে ফিরেছেন দলে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কেমার রোচ। ছবি : গেটি ইমেজস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের
জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোচকে ফেরানো হলেও আরেক পেসার আলজারি
জোসেফকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক
ব্যাটার জশুয়া ডা সিলভা। অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
ইংল্যান্ড সফরে চোটে পড়া কেভিন সিনক্লেইর এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি। ফলে স্কোয়াডে জায়গা হয়নি তার। অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার ব্রায়ান চার্লস, পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেইভস এবং বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান দলে জায়গা পেয়েছেন। ইংল্যান্ড সফরের স্কোয়াডে ছিলেন না তারা।
জেরেমিয়াহ লুইস এবং ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে তার বদলি আকীম জর্ডান দল থেকে বাদ পড়েছেন। এছাড়া ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন কার্ক ম্যাকেঞ্জি, জাকারি ম্যাকাসিও। ইংল্যান্ড সিরিজের তিনটি ম্যাচেই খেলা ম্যাকেঞ্জি ছয় মিলিয়ে করেছেন মোটে ৩৩ রান। ম্যাকাইসিও অনেক দিন ধরে দলের সাথে থাকলেও এখনও টেস্ট অভিষেকের স্বাদ পাননি।
আগামী ৭ আগস্ট মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
একনজরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানাজে, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রেভস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, শামার জোসেফ, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, কেমার রোচ, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন
এখানে। ভালো
লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।