██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রোহিতের অবসর নেওয়ার কোনো প্রয়োজন দেখছেন না ডি ভিলিয়ার্স

রোহিতের অবসর নেওয়ার দরকার দেখছেন না ডি ভিলিয়ার্স।

রোহিতের অবসর নেওয়ার কোনো প্রয়োজন দেখছেন না ডি ভিলিয়ার্স

রোহিতের অবসর নেওয়ার কোনো প্রয়োজন দেখছেন না ডি ভিলিয়ার্স

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2025-03-14T03:45:25+06:00

আপডেট হয়েছে - 2025-03-14T03:45:25+06:00

টানা দুই আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জিতেছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও। দুবারই দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা হাতে রোহিত শর্মা।
ব্যাটার হিসেবে রোহিতের ক্যারিয়ারটা দারুণ সমৃদ্ধ। অধিনায়ক হিসেবেও ভারতকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। আইসিসির ইভেন্টে ট্রফি জেতার গেঁড়োটা খুলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। এবার আরও একবার দলকে করেছেন চ্যাম্পিয়ন। আইসিসির সব ইভেন্টে দলকে ফাইনালে তোলা একমাত্র অধিনায়ক হওয়ার বিশ্বরেকর্ডও গড়েছেন রোহিত।



চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতের অবসরের গুঞ্জন ছিল। তবে ট্রফি জেতার পর সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোহিত। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তবে চালিয়ে যাচ্ছেন টেস্ট এবং ওয়ানডে। অবসরের কোনো সম্ভাবনা নেই, সাফ জানিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষে।



ফর্মের দিকে তাকালে আসলে রোহিতের অবসরের দাবি তোলার মানুষ খুব বেশি পাওয়া যাওয়ার কথাও নয়। ইনিংসের শুরুতে দলকে বিস্ফোরক সূচনা এনে দেওয়া এখন রোহিতের মূল কাজ। বেশিরভাগ ম্যাচেই সেই কাজটা দারুণভাবে করছেন রোহিত। এমন সময়ে অবসর নিতে চাইবেই বা কে?



এই কথাগুলোই সবাইকে মনে করিয়ে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘অন্যান্য অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের শতাংশ দেখুন, প্রায় ৭৪ শতাংশ, আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে। রোহিত নিজেও জানিয়ে দিয়েছে যে, সে অবসর নিচ্ছে না এবং তার অবসর নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার অনুরোধ করেছে।’

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।



ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘কেন সে অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটার হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার ৮৩ বলে ৭৬ রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে।’



ওয়ানডেতে ৩টি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। যেদিন শুরু পান সেদিন একদম শেষ করে দিয়ে আসেন। শুরুর দিকে ধরে খেলে পরে পুষিয়ে দেওয়ার স্বভাব ছিল আগে। তবে বর্তমানে ব্যাটিংটা বদলে ফেলেছেন অনেকখানি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন রোহিত। আগ্রাসী ব্যাটিংয়ের ফলে বেশিরভাগ সময় অল্পতেই থামতে হয়। তবে তাতে কী? দলের তো ফায়দা হচ্ছে।



ব্যাটিংয়ে এমন পরিবর্তনের কারণেই রোহিতকে গ্রেট মনে করছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘রোহিত শার্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই। তার রেকর্ডই তার হয়ে কথা বলে। শুধু তাই নয়, সে তার খেলাকেও কিছুটা বদলে ফেলেছে। পাওয়ার প্লেতে যদি আমরা তার স্ট্রাইক রেট দেখি, একজন ওপেনিং ব্যাটসম্যানের জন্য তা খুবই কম ছিল আগে। কিন্তু ২০২২ সাল থেকে প্রথম পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ১১৫-তে পৌঁছে গিয়েছে। এটাই একজন ভালো এবং গ্রেট খেলোয়াড়ের মধ্যে পার্থক্য। নিজের খেলা পরিবর্তন করা এবং আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়া। সবসময় নতুন কিছু শেখার এবং আরও ভালো করার সুযোগ থাকে।’



চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ফাইনালে ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.