লজ্জার রেকর্ডে বাংলাদেশকে সরিয়ে নাম লেখাল শ্রীলঙ্কা
বাংলাদেশকে সরিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে শ্রীলঙ্কা।

লজ্জার রেকর্ডে বাংলাদেশকে সরিয়ে নাম লেখাল শ্রীলঙ্কা
প্রকাশিত হয়েছে - 2023-09-17T17:57:45+06:00
আপডেট হয়েছে - 2023-09-17T18:00:40+06:00
এশিয়া কাপের ফাইনালে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে শ্রীলঙ্কার ইনিংস। একের পর এক উইকেটের পতনে মাত্র ৫০ রানেই গুঁটিয়ে গেছে লঙ্কানরা। এমন হতাশাজনক ব্যাটিংয়ে লজ্জাজনক এক রেকর্ডে নাম লিখিয়েছে শ্রীলঙ্কা।
সিরাজের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ছবি : গেটি ইমেজস
এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন ইনিংসের রেকর্ডটি এতদিন ছিল বাংলাদেশের দখলে। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে গিয়েছিল টাইগাররা। এতদিন ধরে এটিই ছিল এশিয়া কাপের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এবার সেখানে বাংলাদেশকে হটিয়ে নিজেদের নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। ফলে এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড এখন লঙ্কানদের দখলেই। ওয়ানডে ক্রিকেটের ইতিহাস বিবেচনায় নিলে ১০ম সর্বনিম্ন ইনিংসটি খেলেছে লঙ্কানরা।
ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরেন ভারতীয় বোলাররা। বিশেষ করে মোহাম্মদ সিরাজ যেন দুর্বোধ্য ছিলেন লঙ্কান ব্যাটারদের কাছে। একের পর এক উইকেট তুলে শ্রীলঙ্কার ইনিংস মুড়ে দিচ্ছিলেন সিরাজ। মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। শ্রীলঙ্কার ইনিংস থামে মাত্র ৫০ রানে।
সিরাজ ছাড়াও ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া ১ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন শুধু কুশল মেন্ডিস এবং দুশান হেমন্থ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।