Scores

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মোসাদ্দেক

বঙ্গবন্ধু বিপিএল যখন সিলেট থান্ডারের হোম ভেন্যু সিলেটে, দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত তখন মাঠের বাইরে। মাঠের ফেরার জন্য তার অপেক্ষা বেশ দীর্ঘই হচ্ছে।

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মোসাদ্দেক

সহজ ভাষায় বলতে গেলে- ঢাকায় পাওয়া চোটের কারণে মোসাদ্দেকের বিপিএলই শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, শঙ্কায় পাকিস্তান সফরও।

Also Read - একটা সুযোগের অপেক্ষায় ছিলেন রানাগত ৩০ ডিসেম্বর ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলার সময় রান আউটের হাত থেকে বাঁচতে ডাইভ দিয়েছিলেন। তাতে চোট পান ঘাড়ে। মাঠে বেশ কিছুক্ষণ পড়েও ছিলেন। এরপর প্রাথমিক শুশ্রূষার জন্য মাঠ ছাড়লে পরে আর খেলা হয়নি।

মোসাদ্দেকের সেই চোট সহসাই সারছে না। চোটের পর মোট ২৮ দিন তাকে থাকতে হবে মাঠের বাইরে। এই সময়ে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকবেন জাতীয় দলের তরুণ এই অলরাউন্ডার।

জানা গেছে, মোসাদ্দেকের ঘাড় ও পিঠের মাঝামাঝি জায়গায় গ্রেড টু টিয়ার ধরা পড়েছে। চোট পাওয়ার পর প্রথমে ঘাড়ে ব্যথা অনুভব করলেও পরে তা পিঠেও ছড়িয়ে পড়ে। দলের সাথে সিলেট গেলেও তাই সঙ্গ ছেড়ে ফিরেছেন ঢাকায়।

আসরে সিলেট থান্ডারকে নেতৃত্ব দিচ্ছিলেন মোসাদ্দেক। যদিও বঙ্গবন্ধু বিপিএল তার জন্য মোটেও সুখকর হয়নি। শেষাংশে এসে তো চোট বাঁধালেন, তার আগে অস্বস্তিতে ছিলেন নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে।

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে সিলেট জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। ইঞ্জুরিতে ছিটকে পড়ার আগে দলের মত বিবর্ণ ছিলেন মোসাদ্দেকও। এবার চোটের কারণে ফর্মে ফেরার লড়াইও দীর্ঘায়িত হল।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

নিলামে গেইল-রিয়াদদের স্বাক্ষরিত ব্যাট

বাংলাদেশকে ‘ধন্যবাদ’ রুশোর, আতিথেয়তায় মুগ্ধ নেওয়াজ

গিবসের বিস্ফোরক মন্তব্য নিয়ে মুখ খুললেন ডমিঙ্গো

সর্বোচ্চ উইকেট শিকারে খুলনা টাইগার্সের দাপট

মুশফিক হাসলেন, মুশফিক চটলেন!