লাবুশেনের ফিফটির পর শেষের ঝড়ে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সংগ্রহ
লড়াকু পুঁজি পেয়েছে অজিরা।

লাবুশেনের ফিফটির পর শেষের ঝড়ে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সংগ্রহ
প্রকাশিত হয়েছে - 2023-11-04T18:35:00+06:00
আপডেট হয়েছে - 2023-11-04T18:42:59+06:00
কেউ সেঞ্চুরি করতে পারেননি, তবুও ৩০০ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২৮৬ রানের লড়াকু পুঁজি পেয়েছে অজিরা। ইনিংসের একমাত্র ফিফটিটি হাঁকিয়েছেন মারনাস লাবুশেন। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। শুরু থেকে কিছুটা চালিয়ে খেলতে থাকেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড। তবে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি কেউই। দলের ১১ রানের মাথায় ১০ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হন হেড। ওয়ার্নার আরও কিছুক্ষণ টিকে ছিলেন। ১৬ বলে ১৫ রানের ইনিংস খেলে বিদায় নেন ওয়ার্নার, দলের বোর্ডে রান তখন ৩৮।
এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে থাকেন স্টিভেন স্মিথ এবং মারনাস লাবুশেন। রানের গতি কমলেও উইকেট পড়তে দেননি স্মিথ-লাবুশেন। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে অজিদের ইনিংস। ধীরেসুস্থে ঠাণ্ডা মাথায় কার্যকরী ব্যাটিং করতে থাকেন লাবুশেন এবং স্মিথ।
লাবুশেন হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। ছবি : গেটি ইমেজস
দুজনই ফিফটির খুব কাছে চলে গিয়েছিলেন। তবে হতাশায় পুড়তে হয়েছে স্মিথকে। দলের ১১৩ রানের মাথায় ৫২ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান স্মিথ। দুজনের জুটি থেকে রান এসেছে ৭৫।
স্মিথ না পারলেও ঠিকই পেরেছেন মারনাস লাবুশেন। দারুণ এক ফিফটি হাঁকিয়ে টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন লাবুশেন। আরেক প্রান্তে জশ ইংলিশ বেশিক্ষণ টিকতে না পারলেও থিতু হয়ে যান ক্যামেরন গ্রিন। লাবুশেন এবং গ্রিন মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন অজিদের ইনিংস।
ফিফটি পার করে সেঞ্চুরি ছোঁয়ার সুযোগ থাকলেও সেই সুযোগটা লুফে নিতে পারেননি লাবুশেন। দলীয় ১৭৮ রানের মাথায় ৮৩ বলে ৭১ রানের লড়াকু এক ইনিংস খেলে বিদায় নেন লাবুশেন। তবে এরপরেও টিকে ছিলেন গ্রিন। সময় বুঝে আক্রমণের ধার বাড়িয়েছেন ক্যামেরন গ্রিন। কার্যকরী ব্যাটিংয়ের দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন তিনি, সেই সাথে নিজেও চলে যাচ্ছিলেন ফিফটির খুব কাছে।
ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন স্টয়নিস। ছবি : গেটি ইমেজস
কিন্তু না! ফিফটির অনেক কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে গ্রিনকে। ৫২ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের ২২৩ রানের মাথায় আউট হন গ্রিন। অজিদের ইনিংসটা তখনই থেমে যেতে পারত। তবে তা হয়নি। শেষ দিকে দলের হাল শক্ত করে ধরেছিলেন মার্কাস স্টয়নিস। মারমুখি ব্যাটিংয়ে ৩২ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন স্টয়নিস।
কম যাননি অ্যাডাম জাম্পাও। ১৯ বলে ২৯ রানের ক্যামিও খেলেন তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ৪৯.৩ ওভারের মাথায় অলআউট হওয়ার আগে ২৮৬ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক দুজনই খেলেছেন ১৩ বলে ১০ রানের ইনিংস। ১ বলে ১ রান করে শেষপর্যন্ত টিকে ছিলেন জশ হ্যাজলউড।
ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন ক্রিস ওকস, নিয়েছেন ৪ উইকেট। ছবি : গেটি ইমেজস
ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন ক্রিস ওকস। এছাড়া ২ উইকেট নেন আদিল রশিদ। ১টি করে উইকেট নেন লিয়াম লিভিংস্টোন এবং ডেভিড উইলি।
বিশ্বকাপে দুই দলেরই এটি ৭ম ম্যাচ। টেবিলের ৩ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে সবার নিচে অর্থাৎ ১০ নম্বরে আছে ইংল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।