লিটনের ২৫ রানের ইনিংসের দিনে দলের রাজসিক জয়

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-07-29T10:13:53+06:00
আপডেট হয়েছে - 2023-07-29T10:13:53+06:00
ব্রাম্পটনে টস জিতে প্রথমে সারে জাগুয়ারসকে ব্যাটিংয়ে পাঠায় মিসিসাগা প্যান্থার্স। জতিন্দর সিং ও অ্যালেক্স হেলস মিলে সারেকে উড়ন্ত সূচনা এনে দেন। ৬০ রানের উদ্বোধনী জুটি ভাঙে পাওয়ারপ্লের শেষদিকে। ২১ বলে ৩৯ রান করে হেলস বিদায় নিলে ক্রিজে নামেন লিটন।
তবে ক্রিজে নেমে রানের জন্য বেশ সংগ্রাম করতে হয়েছে লিটনকে। অন্য প্রান্তে জতিন্দরও একপর্যায়ে সাবধানী হয়ে ওঠেন। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৭৪ রানের পার্টনারশিপ। এটাই জয়ে রেখেছে বড় ভূমিকা।
একটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৩০ বলে ২৫ রান করে লিটন বিদায় নেওয়ার খানিক পর জতিন্দরও সাজঘরে ফেরেন, ৪৫ বলে ৫৭ রান করে। শেষদিকে আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি, তাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান দাঁড়ায় লিটনদের সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে মিসিসাগা পড়ে ব্যাটিং বিপর্যয়ে। দলের পক্ষে মাত্র ৩ ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের রানের দেখা। ক্যামেরন ডেলপোর্টের ২১ বলে ৩৩, শেয়াস মোভার ৩১ বলে ৩১ ও আজম খানের ১১ বলে ১৪ রানের তিন ইনিংস ছাড়া আর বলার মতো রান নেই কারও।
শেষপর্যন্ত ১৭ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে ৫৫ রানের বিশাল ব্যবধানে হারে মিসিসাগা। লিটনদের পক্ষে স্পেন্সার জনসন ও সন্দীপ লামিচানে তিনটি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।