লিটন-তাসকিন থেকে পন্টিং- পান্টের সুস্থতা কামনায় মশগুল ক্রিকেট দুনিয়া
মাত্র ৭ মাস আগে কিনেছেন নতুন মার্সিডিজ কার। সেই গাড়িটাই যে তার কাল হতে যাচ্ছে, তা কে ভেবেছিল!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2022-12-30T11:53:52+06:00
আপডেট হয়েছে - 2022-12-30T11:53:52+06:00
মরার ওপর খাঁড়ার ঘা সম্ভবত একেই বলে! সীমিত ওভারের দল থেকে বাদ পড়ে এমনিতেই সময়টা ভালো যাচ্ছিল না পান্টের। তার ওপর এবার এমন এক দুর্ঘটনার শিকার হলেন, যা তাকে মাঠের বাইরে ছিটকে দিল লম্বা সময়ের জন্য। গাড়ির প্রতি অন্যরকম ভালোবাসা আছে রিশভ পান্টের। মাত্র ৭ মাস আগে কিনেছেন নতুন মার্সিডিজ কার। সেই গাড়িটাই যে তার কাল হতে যাচ্ছে, তা কে ভেবেছিল!
শুক্রবার সকালে ভয়ানক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় এই ক্রিকেট তারকা। চট্টগ্রাম ও ঢাকা টেস্টে দারুণ ব্যাটিংয়ে দলকে সিরিজ জেতানোর পর পান্ট উড়াল দেন দিল্লিতে। সেখান থেকে যাচ্ছিলেন উত্তরাখণ্ডে, নিজের বাড়িতে, তাও আবার নিজের গাড়িতে করে। পান্ট নিজেই চালাচ্ছিলেন গাড়ি। সেখানেই বাঁধে বিপত্তি।
নির্ঘুম রাত কাটিয়ে ভারতীয় উইকেটরক্ষক গাড়ি চালানোর মাঝেই ঘুমিয়ে পড়েন। দিল্লী-দেরাদুন হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা লাগার পর আগুন ধরে যায় গাড়িতে। প্রত্যক্ষদর্শীরা পান্টকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে।
আহত পান্টকে প্রথম চিকিৎসা দেওয়া চিকিৎসক সুশীল নাগর জানান, প্রথম এক্সরেতে পান্টের হাড়ে কোনো ভাঙা বা ফাটল ধরা পড়েনি। এমনকি গাড়ির আগুনের আঁচে শরীর পুড়ে যায়নি। তবে তার কপালে লেগেছে একাধিক চোট, আবার এক হাঁটুর লিগামেন্টও ছিঁড়ে গেছে। ফলে মোটামুটি লম্বা একটা সময়ই পান্টকে থাকতে হবে মাঠের বাইরে।
পান্টের দুর্ঘটনার খবরে দুশ্চিন্তার ভাঁজ গোটা ক্রিকেট দুনিয়ায়। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লিখেছেন, ‘পান্ট, তোমার জন্য উদ্বেগ আর প্রার্থনা। দ্রুত সুস্থ হয়ে ওঠো।' পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো রিশভ পান্ট ভাই। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।'
এছাড়া ভিভিএস লক্ষ্মণ, রিকি পন্টিং, হার্শা ভোগলেসহ অনেকেই পান্টের সুস্থতা কামনায় বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।