লিস্ট ‘এ’ ক্রিকেটে রাজার রেকর্ডগড়া বোলিং, প্রাইম ব্যাংকের রাজকীয় জয়
রাজার রেকর্ডের দিনে প্রাইম ব্যাংকের সহজ জয়।

লিস্ট ‘এ’ ক্রিকেটে রাজার রেকর্ডগড়া বোলিং, প্রাইম ব্যাংকের রাজকীয় জয়
প্রকাশিত হয়েছে - 2024-05-06T16:42:18+06:00
আপডেট হয়েছে - 2024-05-06T16:42:18+06:00
৮ উইকেট যেকোনো পর্যায়ের ক্রিকেটে যেকোনো বোলারের জন্য নিঃসন্দেহে দারুণ কিছু। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ উইকেট নেওয়ার কীর্তি আগেও ছিল। তবে এবার আরও একবার সেই কীর্তি গড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলতে থাকা প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রাজা ছিলেন দুর্দান্ত।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচে মাত্র ২৩ রান খরচায় ৮ উইকেট নিয়েছেন রাজা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে ৪০ রানে ৮ উইকেট তুলে এই রেকর্ড দখলে রেখেছিলেন ইয়াসিন আরাফাত।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে আগে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শেখ জামাল। ব্যাটিংয়ে নেমে দেখেশুনে আগাতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল এবং শাহাদাত হোসেন দিপু। দুজনের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৩১। ১৭ বলে ১২ রান করে বিদায় নেন দিপু।
সঙ্গীকে হারানোর পর বেশিক্ষণ টেকেননি তামিমও। ২৫ বলে ২২ রান করে বিদায় নেন দলের ৪৯ রানের মাথায়। দুই ওপেনারকে হারিয়ে যখন কিছুটা চাপে দল, তখনই ত্রাতা ভূমিকায় দেখা দিলেন জাকির হাসান এবং মুশফিকুর রহিম। দুজনের দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুর বিপদটা বেশ ভালোভাবে সামাল দেয় প্রাইম ব্যাংক। এগোতে থাকে তাদের ইনিংস।
জাকির-মুশফিক ছিলেন অনবদ্য।
ফিফটির দেখা পেয়েছেন জাকির এবং মুশফিক দুজনই। কার্যকরী ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে ছুটছিলেন আরও বড় কিছুর দিকে। সুযোগ ছিল তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ারও। তবে সেঞ্চুরির সুযোগটা হাতছাড়া করেছেন দুজনই। ৯৫ বলে ৮৫ রান করে দলের ১৮২ রানের মাথায় সাজঘরে ফিরে যান জাকির।
পরে আরও কিছুক্ষণ টিকে ছিলেন মুশফিক। দলীয় ২৩১ রানের মাথায় আউট হওয়ার আগে ৯৪ বলে ৭৮ রান করেন তিনি। শেষ দিকে আহামরি ভালো করতে পারেননি কেউ। ১০ বলে ২২ রানের ক্যামিও খেলেন হাসান মাহমুদ। ৭ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন নাজমুল ইসলাম অপু। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ২৭০ রান তুলে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শেখ জামালের হয়ে ২টি করে উইকেট নেন শফিকুল ইসলাম, সাকিব আল হাসান, আরিফ আহমেদ এবং তাইবুর রহমান।
রাজার বোলিংয়ে নাস্তানাবুদ হয়েছে শেখ জামাল।
জবাব দিতে নেমে যেন অথই সাগরের মাঝে পড়ে যায় শেখ জামাল। শুরুতে দুই ওপেনার সাইফ হাসান এবং সৈকত আলীকে সাজঘরে ফেরান পেসার হাসান মাহমুদ। এরপর শুরু হয় রেজাউর রহমান রাজার রাজত্ব। টপাটপ উইকেট তুলতে থাকেন রাজা। মাঝে সাকিব আল হাসানকে গোল্ডেন ডাকে ফিরিয়েছেন রাজা।
বাকিরাও ছিলেন কমবেশি ব্যর্থ। এক ইয়াসির আলী চৌধুরী এবং সৈকত আলী বাদে কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। ২৬ বলে ১২ রান করেন ওপেনার সৈকত। অন্যদিকে ২৪ বলে ১৬ রানের ইনিংস খেলেন ইয়াসির। একের পর এক উইকেটের পতনে ২১.৩ ওভারের খেলা শেষে ৭১ রানের মাথায় অলআউট হয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৯৯ রানের রাজসিক এক জয় পায় প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংকের হয়ে ২৪ রান খরচায় ২ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ২৩ রান দিয়ে ৮ উইকেট শিকার করে রেকর্ড গড়েছেন রেজাউর রহমান রাজা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।