██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটিতে লিডের পথে নিউজিল্যান্ড

গল টেস্টে লিডের পথে নিউজিল্যান্ড।

ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটিতে লিডের পথে নিউজিল্যান্ড

ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটিতে লিডের পথে নিউজিল্যান্ড

প্রকাশিত হয়েছে - 2024-09-19T22:46:35+06:00

আপডেট হয়েছে - 2024-09-19T22:46:35+06:00

গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে লিড নেওয়ার পথে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে মাত্র ৫০ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে কিউইরা, হাতে উইকেট রয়েছে ৬টি। উইলিয়াম ও’রউরকের ৫ উইকেটের পর টম ল্যাথাম এবং কেইন উইলিয়ামসনের ফিফটিতে চড়ে লিডের খুব কাছে চলে গিয়েছে নিউজিল্যান্ড।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

৫ উইকেট তুলে নিউজিল্যান্ডের সেরা বোলার ও'রউরকে। 

৭ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কার ইনিংস বেশিক্ষণ টেকেনি। দ্রুতগতিতে সাজঘরে ফিরেছেন প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস এবং আসিথা ফার্নান্দো। ৩০৫ রানের মাথাতেই বাকি ৩ উইকেটও হারিয়ে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। শেষ চার ব্যাটারের মধ্যে দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন কেবল রমেশ মেন্ডিস, করেছেন ৪৯ বলে ১৪ রান।

নিউজিল্যান্ডের সেরা বোলার ছিলেন উইলিয়াম ও'রউরকে। কিউইদের হয়ে ৫৫ রান খরচা ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ২টি করে উইকেট তোলেন অ্যাজাজ প্যাটেল এবং গ্লেন ফিলিপস। ১ উইকেট নেন টিম সাউদি।

  শুরুটা ভালোভাবেই করেছিলেন কনওয়ে এবং ল্যাথাম। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটিতে এসেছে ৬৩ রান। ৫৯ বলে ১৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ডেভন কনওয়ে। আরেক ওপেনার টম ল্যাথাম টিকে ছিলেন। তিনে নেমে ল্যাথামের সাথে ভালো জুটি গড়েন কেইন উইলিয়ামসন। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকে নিউজিল্যান্ড।

 

কার্যকরী ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়েছেন ল্যাথাম। উইলিয়ামসনও দিয়েছেন যোগ্য সঙ্গ। দলীয় ১৩৬ রানের মাথায় আউট হওয়ার আগে ১১১ বলে ৭০ রানের ইনিংস খেলেন ল্যাথাম। এরপর রাচিন রবীন্দ্রকে সাথে নিয়ে এগিয়েছেন উইলিয়ামসন। লঙ্কান বোলারদের দারুণ দক্ষতায় সামলে এগোতে থাকেন উইলিয়ামসন-রাচিন।

 

উইলিয়ামসন ধীরেসুস্থে এগোলেও কিছুটা চালিয়ে খেলেছেন রাচিন। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়েছেন উইলিয়ামসন। তবে ফিফটির পর আর বেশি দূর আগাতে পারেননি। দলের ১৮৭ রানের মাথায় ১০৪ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন কেইন উইলিয়ামসন।

 

রাচিনের সামনেও ছিল ফিফটি ছোঁয়ার সুযোগ। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি এই তরুণ অলরাউন্ডার। দলের ১৯৬ রানের মাথায় ৪৮ বলে ৩৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান রাচিন রবীন্দ্র।

ক্রিজে বর্তমানে টিকে আছেন ব্লান্ডেল এবং মিচেল। 

এরপর ক্রিজে জুটি বাঁধেন টম ব্লান্ডেল এবং ড্যারিল মিচেল। পরিস্থিতি সামাল দিয়ে দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে এগিয়েছেন ব্লান্ডেল এবং মিচেল। লঙ্কান স্পিনারদের সামনে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে গেছেন অনেকখানি। চলে গেছেন লিড নেওয়ার বেশ কাছে।

 

শেষ বিকেলে কোনো বিপদ হতে দেননি ব্লান্ডেল-মিচেল, আর উইকেট পড়েনি কিউইদের। প্রথম ইনিংসে ৭২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। ৬০ বলে ৪১ রান করে ক্রিজে টিকে আছেন ড্যারিল মিচেল। অন্যদিকে ৫২ বলে ১৮ রান করে অপরাজিত আছেন ব্লান্ডেল।

 ফিফটির খুব কাছে আছেন মিচেল। শ্রীলঙ্কার চেয়ে মাত্র ৫০ রানে পিছিয়ে আছে কিউইরা। হাতে ৬ উইকেট থাকায় লিড নেওয়াটাই এখন তাই প্রায় অবধারিত নিউজিল্যান্ডের জন্য।

 

লঙ্কানদের হয়ে ২ উইকেট তুলেছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন রমেশ মেন্ডিস এবং প্রবাথ জয়সুরিয়া। দুই পেসার আসিথা ফার্নান্দো এবং লাহিরু কুমারা ১৬ ওভার হাত ঘোরালেও উইকেটের দেখা পাননি। 

 

শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.