শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ
ওয়ানডেতে জিম্বাবুয়েকে ধবল ধোলাই করার পর এবার লাল বলের ক্রিকেটে ৩ নভেম্বর মাঠে নামছে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে বাংলাদেশের বা-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের চোট কিছুটা শঙ্কা জাগিয়েছিল তিনি পুরো ফিট হয়ে খেলতে পারবেন কি না। তবে বিসিবির ফিজিও জানিয়েছেন, শঙ্কা ছিল কিন্তু সেটি বিশ্রামের ফলেই কেটে গেছে এবং জিম্বাবুয়ের বিপক্ষেও তিনি খেলতে পারবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং করতে গিয়ে কনুইতে চোট পান মুস্তাফিজ। যদিও সেই চোট নিয়েই তিন ম্যাচেই খেলে গেছেন এই পেসার। দারুণ পারফরম্যান্স দিয়ে টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন তিনি।
টেস্ট ম্যাচ শুরুর আগে দলের অন্যান্য ক্রিকেটাররা যখন অনুশীলনে ব্যস্ত তখন মুস্তাফিজ ছিলেন বিশ্রামে। বর্তমানে ঢাকায় অবস্থান করলেও বুধবারই সিলেটের উদ্দেশ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে রাজধানী ত্যাগ করবেন তিনি।
Also Read - টেস্টে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ ইমরুলেরক্রিকবাজকে দেওয়া এক বার্তায় বিসিবির প্রধান ফিজিও দেবাশীষ চৌধুরী বলেন, ‘স্ক্যান রিপোর্টে তেমন সিরিয়াস কিছু ধরা পড়েনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তাঁর খেলার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা তাকে কয়েকদিন বিশ্রামে দিয়েছিলাম যাতে ব্যথাটা কমে আসে।’
ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই খেলছেন না তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। তাদের ছাড়াই ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করেছে মাশরাফির দল। এবার টেস্টেও একই মিশন নিয়ে নামবে বাংলাদেশ।