শফিকের শতকে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে সুবিধাজনক অবস্থানে থেকে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান

প্রকাশিত হয়েছে - 2022-07-19T18:15:37+06:00
আপডেট হয়েছে - 2022-07-19T18:15:37+06:00
খেলার সারসংক্ষেপ
গল টেস্টের চতুর্থ দিন শেষে চালকের অবস্থানে বসেছে পাকিস্তান। দীনেশ চান্দিমালের হার না মানা ৯৪ রানে ভর করে পাকিস্তানকে ৩৪২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ১২০ রান।
আব্দুল্লাহ-শফিক
৯ উইকেটে ৩২৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আর ৮ রান যোগ করতেই অলআউট হয় স্বাগতিকরা। প্রবাথ জয়সুরিয়াকে বোল্ড করে লঙ্কানদের অলআউট করেন নাসিম শাহ। অপরাজেয় থাকেন চান্দিমাল। এই অভিজ্ঞ ব্যাটার করেন ৯৪ রান। তার ১৩৯ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কা।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নওয়াজ পাঁচটি উইকেট নেন। ইয়াসির শাহ নেন তিনটি উইকেট। পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৪২ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুভ সূচনা করেন আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। ফলে দিন শেষেও ম্যাচ আছে পাকিস্তানের নিয়ন্ত্রণে। ইমামকে শিকার করে পাকিস্তানের ৮৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রমেশ মেন্ডিস। ইমাম করেন ৭৩ বলে ৩৫ রান। আজহার আলিকে দ্রুতই সাজঘরের পথ দেখান জয়সুরিয়া। ১০৪ রানে দুই উইকেট হারায় পাকিস্তান।
তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়েন বাবর আজম ও শফিক। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এই ইনিংসে অর্ধশতক হাঁকিয়েছেন বাবর। পাকিস্তান অধিনায়ককে শিকার করেন জয়সুরিয়া। বোল্ড হওয়ার আগে বাবর মোকাবেলা করেন ১০৪টি বল। তার ৫৫ রানের ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।
মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দিন শেষ করেছেন শফিক। ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকিয়ে শফিক অপরাজিত আছেন ১১২ রানে। তার ২৮৯ বলের ধৈর্যশীল ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। রিজওয়ান অপরাজিত আছেন ৭ রানে।
দিনশেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান। জয়ের এখনো ১২০ রান প্রয়োজন সফরকারীদের।