শাকিলের ডাবল সেঞ্চুরিতে বড় লিড পেল পাকিস্তান
প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ১৩৫ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা

প্রকাশিত হয়েছে - 2023-07-18T23:47:37+06:00
আপডেট হয়েছে - 2023-07-18T23:47:37+06:00
৬৯ রানে দিন শুরু করা সৌদ শাকিল টিকেছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। অপরাজিত থেকেই যখন সাজঘরে ফিরেন তখন নামের পাশে ২০৮ রান। ক্যারিয়ারের মাত্র ষষ্ঠ টেস্ট খেলতে নামা বামহাতির সুবাদেই ১৪৯ রানের লিড নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছে পাকিস্তান।
৫ উইকেটে ২২১ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। দিনের শুরুটা নিরাপদেই কাটান শাকিল ও আঘা সালমান। শাকিলকে সঙ্গ দেওয়া আঘা সালমানকে ফিরিয়ে ষষ্ঠ উইকেটের ১৭৭ রানের জুটি ভাঙেন রমেশ মেন্ডিস। রমেশের বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন সালমান। ১১৩ বল মোকাবেলা করা সালমানের ব্যাট থেকে আসে ৮৩ রান।
ততক্ষণে শত রান হয়ে যায় শাকিলের। নোমান আলিকে সাথে নিয়ে দলীয় সংগ্রহকে তিনশ' রানের চৌকাঠ পার করান শাকিল। সপ্তম উইকেটে শাকিলের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন নোমান। নোমানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দলকে দিনের দ্বিতীয় ব্রেকথ্রুতাও এনে দেন রমেশ।
বিশ্ব ফার্নান্দোর বলে শাহীন শাহ আফ্রিদি দ্রুত ফিরে গেলেও দৃঢ়তা দেখান নাসিম শাহ। ৭৮ বলের ইনিংস খেলেন নাসিম। শাকিলকে সঙ্গ দেওয়ার কাজটা ভালোভাবেই করেছেন এ টেলএন্ডার। নবম উইকেটে নাসিমকে নিয়ে ৯৪ রানের জুটি গড়েন শাকিল। এ ৯৪ রানের জুটিতে ৭০ রানই এসেছে শাকিলের ব্যাট থেকে।
৪০ ওভারের বেশি সময় অপেক্ষা করার পর নবম উইকেটের দেখা পায় শ্রীলঙ্কা। রমেশের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান নাসিম। এক চার ও এক ছক্কা মারা আবরার আহমেদের উইকেট নিয়ে নিজের পাঁচ উইকেট পূরণ ও পাকিস্তানের ইনিংস শেষ করেন রমেশ।
৩৬১ বলে ২০৮ রান করে অপরাজিত ছিলেন শাকিল। তার ইনিংসে ছিল ১৯ চার।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার খেলতে পেরেছেন মাত্র ৩ ওভার ৪ বল। আলোকস্বল্পতার কারণে খেলা হয়নি আর। দিমুথ করুনারত্নে ৬ ও নিশান মধুস্কা ৮ রান করে অপরাজিত আছেন। দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৪ রান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
শাকিলের ডাবল সেঞ্চুরিতে