
শাদাবের চোট নিয়ে গুলের সন্দেহ প্রকাশ
প্রকাশিত হয়েছে - 2023-10-29T16:34:21+06:00
আপডেট হয়েছে - 2023-10-29T16:34:21+06:00
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মাঝে চোট পেয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। পরে কনকাশন সাব হিসেবে নামানো হয় উসামা মীরকে। তবে শাদাবের চোট পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার উমর গুল। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
চোটে পড়ে মাঠ ছাড়েন শাদাব। ছবি : গেটি ইমেজস
দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার পর ইনিংসের প্রথম ওভারেই চোট পান শাদাব খান। ফিল্ডিংয়ের সময় বল থ্রো করতে গিয়ে পায়ে আঘাত পান তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মাঠের বাইরে চলে যেতে হয় শাদাবকে। ম্যাচের ১৫তম ওভারের সময় জানা যায়, আর খেলা হচ্ছে না শাদাবের। কনকাশন সাব হিসেবে নামানো হয় উসামা মীরকে। পরে মাঠে নেমে ৮ ওভার বোলিং করে ৪৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন উসামা।
তবে শাদাবের চোটের ব্যাপারে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে গুল বলেন, ‘তুমি (শাদাব) পড়ে যাওয়ার পর কনকাশনের অজুহাত দিলে, ফিজিও চেক করার পর তোমাকে সাইডলাইনে অন্যের সঙ্গে কথা বলতে দেখা যায়।এসব কারণে চোট নিয়ে প্রশ্ন ওঠে।’
উমর গুল। ছবি : গেটি ইমেজস
গুল আরও বলেন, ‘পাকিস্তান যখন ম্যাচে ফিরেছে, তখন (শাদাব) ডাগআউটে বসেছে, উদযাপন করেছে। এই কারণেই মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবেই অজুহাত দাঁড় করিয়েছে সে। আমার মনে হয় না এটা গুরুতর চোট ছিল।’
বিশ্বকাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামী ৩১ অক্টোবর, প্রতিপক্ষ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।