শান্তদের পারফরম্যান্সে অসন্তুষ্ট নয় বিসিবি, বোনাসের সিদ্ধান্ত বোর্ড সভায়

প্রকাশিত হয়েছে - 2024-06-29T19:52:50+06:00
আপডেট হয়েছে - 2024-06-29T19:52:50+06:00
সুপার এইটে ওঠে বাংলাদেশ দলের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও টাইগাররা বিশ্বকাপের সুপার এইটে উঠেছে- এতেই খুশি বিসিবি। তবে ক্রিকেটাররা বোনাস পাবেন কি না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্বকাপ পারফরম্যান্সে 'সন্তুষ্ট' না হলেও বিসিবি অন্তত অসন্তুষ্ট নয়, গ্রুপ পর্বের পারফরম্যান্সের কারণে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'আমরা কেউ স্যাটিসফাইড না। আমরা পারফরম্যান্স দুই ভাগে ভাগ করেছি। ওভারঅল যদি বলেন, আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল সেকেন্ড রাউন্ডে যাওয়া। সেটা নিয়ে আমরা খুশি।'
পারফরম্যান্সের চেয়েও বেশি সমালোচনা হয়েছে দলের মানসিকতা নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে জিতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও ক্রিকেটাররা চেষ্টা করেছেন শুধু ম্যাচ জেতার, এমনকি সেটিও পারেননি।
এ বিষয়ে জালাল ইউনুস বলেন, 'একটা সুযোগ ছিল। টার্গেট ছিল ১২.১ ওভারের মধ্যে ১১৬ রান। ইনিশিয়ালি গেমপ্ল্যান ছিল এই টার্গেটটা চেজ করবে। ১২ ওভারের মধ্যে প্রথমে যদি উইকেট পড়ে যায় তাহলে হয়তো ম্যাচটা জেতার জন্য যাবে। সেই জায়গায় গিয়ে ১২ ওভারের মধ্যে কিছু উইকেট হারিয়েছে আর তারপরে ওরা চেজও করতে পারেনি। পরের দিকে দেখা যাচ্ছে যে চেজ করতে চাচ্ছিল অনেকে। সেখানে কিন্তু ম্যাচটাও রক্ষা হয়নি। ম্যাচও আমরা হেরেছি, সেমিফাইনালে যাওয়ার রাস্তাটাও ছিল না। ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যাতে অ্যাটলিস্ট ম্যাচটা যেন জিততে পারি।'
ক্রিকেটারদের বোনাস দেওয়ার ব্যাপারে বোর্ডের এই কর্তা বলেন, 'বোনাসটা আমি বলতে পারছি না। এই সময় কী ধরনের বোনাস দেওয়া উচিৎ বা দিবে এটা বোর্ডের সিদ্ধান্ত।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।