শান্তর বোলিংয়ের সময়কার পরিকল্পনা খোলাসা করলেন স্যান্টনার
বৃষ্টির কথা মাথায় রেখে ব্যাট করেছেন স্যান্টনার এবং নিশাম।

শান্তর বোলিংয়ের সময়কার পরিকল্পনা খোলাসা করলেন স্যান্টনার
প্রকাশিত হয়েছে - 2023-12-31T16:56:59+06:00
আপডেট হয়েছে - 2023-12-31T16:56:59+06:00
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটায় বৃষ্টি আইনে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে ১-১ সমতায় শেষ হয়েছে সিরিজ। এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।
মিচেল স্যান্টনার।
তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১১০ রান করতে পারে বাংলাদেশ। এই অল্প পুঁজি নিয়েই লড়াই চালিয়ে গেছেন টাইগার বোলাররা। শুরুতে বেশ কিছু উইকেট তুলে কিউইদের বিপদেও ফেলে দিয়েছিলেন শরিফুল ইসলাম-শেখ মেহেদী হাসানরা। তবে মাঝে এক ওভার বোলিং করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ওভার থেকে ১৪ রান নেন ক্রিজে থাকা জেমস নিশাম এবং মিচেল স্যান্টনার। আর সেই ওভারের পর থেকেই ম্যাচ হেলে পড়ে কিউইদের দিকে। শেষমেশ এসেছে জয়ও।
ম্যাচ শেষে তখনকার পরিকল্পনার কথা খোলাসা করেছেন মিচেল স্যান্টনার। সংবাদ সম্মেলনে শান্তর বোলিংয়ের সময় কী পরিকল্পনা করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে স্যান্টনার বলেন, ‘আসলে এটি (শান্তর বোলিংয়ে আসা) খারাপ কোনো অপশন ছিল না। দুই বাঁহাতির বিরুদ্ধে এক অফ স্পিনারকে বোলিং করানো (যেতেই পারে)। আমরা ডাকওয়ার্থ লুইসের স্কোর থেকে একটু পিছিয়ে ছিলাম। নিশামের পরিকল্পনা ছিল ড্রিংক্স ব্রেকের আগে কিছুটা আক্রমণ করে খেলা, যদি বৃষ্টি চলে আসে। এরপর থেকে আমরা সেই ডাকওয়ার্থ লুইসের রেট থেকে কিছুটা এগিয়ে থাকতে চেয়েছি কারণ যেকোনো সময় বৃষ্টি চলে আসতে পারত।’
শান্তর বোলিং প্রসঙ্গে স্যান্টনার আরও বলেন, ‘অনেক সময় অনেক দল এটি করে থাকে, ৬ষ্ঠ বোলারকে কিছুটা মেরে খেলতে চায়। তখন যদি আউট হয়ে যান তখন নিশ্চিতভাবেই আপনি ম্যাচে পিছিয়ে পড়বেন। এখানে ভালো করায় বিষয়টি কার্যকরী হয়েছে আজকে।’
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচে জিতে সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।