শামি-সানিয়ার বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সানিয়ার বাবা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-06-22T01:47:58+06:00
আপডেট হয়েছে - 2024-06-22T01:47:58+06:00
সানিয়া ও শামি কারোরই দাম্পত্য জীবন সুখের ছিল না। সীমানার কাঁটাতার পেরিয়ে শোয়েব মালিককে বিয়ে করেও সানিয়া সংসার টেকাতে পারেননি। মডেল ও অভিনেত্রী সানা জাভেদের প্রেমে পড়ে সানিয়ার সাথে বিচ্ছেদ করেন শোয়েব। অন্যদিকে স্ত্রী হাসিন জাহানের মামলায় তো জীবনটাই বরবাদ হওয়ার দশা শামির। এই দুজনের জন্য অনেকেই যখন সমব্যাথী, তখন সানিয়া-শামির বিয়ের গুঞ্জনে খুশিই হয়েছে নেটপাড়া।
তবে বাস্তবতা হচ্ছে, এই গুঞ্জন পুরোপুরিই গুজব। গুজব আরও স্পষ্ট হলো সানিয়ার বাবার বক্তব্যে। সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, সানিয়া ও শামির মধ্যে পরিচয়ও নেই, বিয়ে তো দূরে থাক।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান মির্জা বলেন, 'এগুলো একদম ভুয়া খবর। আজ পর্যন্ত কখনও সানিয়ার সাথে শামির দেখাও হয়নি।'
২০১০ সালে সানিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালিক। সংসারের দীর্ঘ আট বছর পর তাঁদের ঘর আলো করে আসে সন্তান ইহজান। তবে সর্বশেষ বিপিএল খেলতে এসে শোয়েব জানান, সানিয়ার সাথে তার বিচ্ছেদ হয়েছে এবং তিনি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। এরপর থেকে একাকী জীবন কাটাচ্ছেন টেনিস তারকা সানিয়া।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।