শামীমের বীরোচিত ৯৮*, খাদের কিনার থেকে জয় প্রাইম ব্যাংকের

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2025-03-03T16:17:46+06:00
আপডেট হয়েছে - 2025-03-03T16:17:46+06:00
শামীম হোসেন পাটোয়ারির বীরোচিত ব্যাটিংয়ে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ আসর শুরু করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৯৮ রানে অপরাজিত থেকে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে শামীম মাঠ ছাড়েন জয় নিয়ে। তাকে দারুণ সঙ্গ দেন খালেদ আহমেদ। দুজনের ১০৭ রানের জুটিতে খাদের কিনার থেকে জয় তুলে আনে প্রাইম ব্যাংক।
বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২১৬ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার আব্দুল মজিদ। এছাড়া ৪৭ রান আসে তানবীর হায়দারের ব্যাট থেকে। ২৮ রান করেন মাহমুদুল হাসান। প্রাইম ব্যাংকের পক্ষে আরাফাত সানি ও নাহিদুল ইসলাম তিনটি করে এবং সৈয়দ খালেদ আহমেদ দুটি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে প্রাইম ব্যাংকের দুই ওপেনার নাঈম শেখ ও সাব্বির হোসেন- দুজনই গোল্ডেন ডাকের শিকার হন। জাকির হাসান ২ ও ইরফান শুক্কুর ৪ রান করে সাজঘরে ফিরলে ভীষণ চাপে পড়ে যায় প্রাইম ব্যাংক।
২৩ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন শাহাদাত হোসেন দিপু। ৩৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ৬টি চার ও ২টি ছক্কায়। নাজমুল ইসলাম অপু করেন ২১ বলে ২৬ রান। নাহিদুলের বিদায়ের পর শামীম হোসেন পাটোয়ারি হাল ধরেন খালেদ আহমেদকে নিয়ে। ১১৩ রানে ৭ম উইকেট হারানোর পর দুজন মিলে গড়েন দারুণ এক পার্টনারশিপ।
তাদের ১০৭ রানের পার্টনারশিপে শেষপর্যন্ত ৩২.২ ওভারেই জয়ের বন্দরে পা রাখে প্রাইম ব্যাংক। ৮৩ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন শামীম, যিনি দশটি চারের সাথে ছক্কা হাঁকিয়েছেন চারটি। এছাড়া ৩৭ বলে ২৮ রন করেন সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।