Scores

শামীমের যে গুণ দেখে মুগ্ধ খোদ সাকিব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে একই দলে খেলেছেন সাকিব আল হাসান ও শামীম হোসেন পাটোয়ারি। অনূর্ধ্ব-১৯ দলের শামীম বেশ চনমনে এক চরিত্র। দুর্দান্ত ফিল্ডিং আর কার্যকরী ব্যাটিং-বোলিং দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ এক ‘প্যাকেজ’ যেন। তবে শামীমের একটি দিক একটু বেশিই মনে ধরেছে সাকিবের। 

শামীমের যে গুণ দেখে মুগ্ধ খোদ সাকিব

সম্প্রতি বিডিক্রিকটাইমের মুখোমুখি হয়ে শামীম জানান তার সদ্য সমাপ্ত টুর্নামেন্টের অভিজ্ঞতা। সাকিবের মত একজন ক্রিকেটারের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে রীতিমত বিমুগ্ধ ছিলেন শামীম। তিনিও সাকিবকে মুগ্ধ করেছেন, নিজের দ্রুত ব্যাট চালানোর গুণ দিয়ে।

Also Read - সেরা ফিল্ডারের পুরস্কারের আশায় ছিলেন শামীম


শামীম বলেন, ‘সাকিব ভাইয়ের কাছে আমার ব্যাট সুইং ভালো লেগেছে। বলল- তুই এত জোরে কীভাবে ব্যাট চালাস! এত দ্রুত কীভাবে ব্যাট সুইং করিস। বললাম- ভাই, ছোটবেলা টেপ টেনিস খেলতাম বেশি। টেপ টেনিসে খেললে ব্যাট সুইংও অনেকটা বাড়ে।’

সাকিব শুধু বাংলাদেশেরই নন, বিশ্ব ক্রিকেটেরও বড় আইকন। সেই সাকিবের পাশে বসলে একটু বিস্ময়ের সাগরে ডুব দেওয়াই স্বাভাবিক। শামীম বলেন, ‘যখন সাকিব ভাইয়ের পাশে বসি তখন নিজেকেও চিনি না। আসলেই আমি সাকিব ভাইয়ের সাথে বসেছি? নিজের কাছেই কেমন যেন লাগে! অনেক ভিন্ন এক অনুভূতি।’

নিজের স্কিল নিয়ে সন্তুষ্ট শামীম ব্যাটিংয়ে আরেকটু জোর দিতে চান, হতে চান আরও দায়িত্বশীল। শামীমের ভাষায়, ‘আপাতত আলহামদুলিল্লাহ্‌… তবে আমি ব্যাটিংয়ের উপর আরও জোর দিতে চাই। সবকিছু ঠিক আছে আল্লাহর রহমতে, ব্যাটিং আর ফিটনেসের উপর জোর দিতে চাই। উইকেটে আরেকটু সময় টিকে থাকতে পারলে হয়ত ভালো কিছু করতে পারব।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বঙ্গবন্ধু টি-২০ কাপের ‘সেরা একাদশ’

ছোটদের ক্রিকেটের সাথে বড়দের ক্রিকেটের পার্থক্য বুঝেছেন শামীম

সেরা ফিল্ডারের পুরস্কারের আশায় ছিলেন শামীম

শামীমকে ব্যাট উপহার দিলেন রিয়াদ

পরপর দুই শিরোপা জিতে উচ্ছ্বসিত ইমরুল