শাহীনের ডেপুটির দায়িত্ব পেলেন রিজওয়ান
শাহীন শাহ আফ্রিদির ডেপুটি হিসেবে কাজ করবেন মোহাম্মদ রিজওয়ান।

কাজ শুরু করবেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে
প্রকাশিত হয়েছে - 2024-01-08T14:50:17+06:00
আপডেট হয়েছে - 2024-01-08T15:28:23+06:00
পাকিস্তানের অন্যতম ধারাবাহিক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দীর্ঘদিন ভালো পারফর্ম করে আসছেন তিনি। গত বছর ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পরে বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পরে শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টির নেতৃত্বভার দেয় পাকিস্তান। তবে ফাঁকা ছিল সহ-অধিনায়কের জায়গা। সেই দায়িত্ব পেলেন রিজওয়ান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মোহাম্মদ রিজওয়ান
শাদাব খানের স্থলাভিষিক্ত হয়েছেন রিজওয়ান। আজ (সোমবার) রিজওয়ানকে টি-টোয়েন্টির সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, “মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।”
এর আগে পিএসএলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রিজওয়ান। ২০২১ সালে মুলতান সুলতানসকে জিতিয়েছিলেন শিরোপাও। তার নেতৃত্বে পরের দুই আসরে ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি মুলতান।
পাকিস্তানের হয়ে ৮৫ টি টি-টোয়েন্টি খেলেছেন রিজওয়ান। রান করেছেন দুই হাজারেরও বেশি(২৭৯৭ রান)। এই ফরম্যাটে তার আছে একটি সেঞ্চুরি ও ২৫টি হাফসেঞ্চুরি। গড়টাও ঈর্ষণীয়, ৪৯.০৭!
রিজওয়ানের প্রথম চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যা শুরু হচ্ছে ১২ জানুয়ারি থেকে।
টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান স্কোয়াড:
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), বাবর আজম, আজম খান, ফখর জামান, ইফতেখার আহমেদ, হাসিবুল্লাহ খান, সাইম আইয়ুব, ফারহান, আমের জামাল, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, জামান খান, আব্বাস আফ্রিদি, হারিস রউফ, উসামা মির, আবরার আহমেদ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।