শাহীনের নেতৃত্বে পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা
টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে। সেই সঙ্গে ইনজুরি থেকে এখনও সেরে না উঠায় রাখা হয়নি স্পিন অলরাউন্ডার শাদাব খানকে।

প্রকাশিত হয়েছে - 2023-12-19T17:53:32+06:00
আপডেট হয়েছে - 2023-12-19T17:53:32+06:00
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজের দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। পাঁচ ম্যাচ সিরিজেরজ জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।
পাকিস্তানের-নতুন-টি-টোয়েন্টি-অধিনায়ক-শাহীন-আফ্রিদি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে পাকিস্তানের। বাবর আজম তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর টেস্ট ও টি-টোয়েন্টির জন্য অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে পেসার শাহীন আফ্রিদিকে। আর নতুন অধিনায়কের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করল পিসিবি। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি রয়েছে পাকিস্তানের।
ওই সিরিজের দলে নেই হারিস। সেই সঙ্গে রাখা হয়নি শাদাবকেও। বিগত সময়ে শাদাবকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। তাঁর ফর্ম বিবেচনায় বাতিলের খাতায় পড়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে নির্বাচক ওয়াহাব রিয়াজ জানালেন চোটের কারণেই নেই শাদাব।
“আমরা হারিসকে বিশ্রাম দিয়েছি। আমরা তাঁর সামর্থ্য সম্পর্কে অবগত এবং সে আমাদের পরিকল্পনায় রয়েছে। আমাদের প্লেয়ার্স পুল বাড়ানোর জন্য ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের সুযোগ দিতে হতো। সেজন্যই আমরা তাঁকে এই সিরিজের জন্য বিশ্রাম দিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “শাদাব আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু দুর্ভাগ্যবশত সে গোড়ালির চোটে ভুগছে। রিহ্যাব সম্পূর্ণ হতে আরও দুই সপ্তাহের মতো লাগবে। তারপর সে বোলিং করতে পারবে।”
টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন আজম খান। এমনকি নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান হাসিবউল্লাহকেও।
পাকিস্তানের ১৭ সদস্যের দল –
শাহীন আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, হাসিবউল্লাহ খান, ইফতিখার আহমেদ, আজম খান, আমির জামাল, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, উসামা মীর, হারিস রউফ, জামান খান
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।