শিরোপা জিতে র্যাংকিংয়ের তিনে রোহিতে, রানার্সআপ স্যান্টনার দুইয়ে
মিরাজকে টপকেছেন স্যান্টনার।

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2025-03-12T18:45:48+06:00
আপডেট হয়েছে - 2025-03-12T18:45:48+06:00
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে উন্নতি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ফাইনাল ম্যাচে দুবাইয়ে ৪ উইকেটে জিতেছে ভারত, হয়েছে চ্যাম্পিয়ন। রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। গিলের সতীর্থ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এগিয়েছেন ২ ধাপ, উঠেছেন ৩য় স্থানে। ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংসে ভারতে জয়ে বড় অবদান রেখেছেন রোহিত। আরেক ভারতীয় ব্যাটিং গ্রেট বিরাট কোহলি টুর্নামেন্টে করেছেন ২১৮ রান, ১ ধাপ পিছিয়ে গেলেও আছেন শীর্ষ পাঁচে, ৫ম স্থানে।
নিউজিল্যান্ডের ব্যাটিং ত্রয়ী ড্যারিল মিচেল (১ ধাপ এগিয়ে ৬ষ্ঠ), রাচিন রবীন্দ্র (১৪ ধাপ এগিয়ে ১৪তম) এবং গ্লেন ফিলিপস (৬ ধাপ এগিয়ে ২৪তম) এগিয়েছেন ব্যাটারদের র্যাংকিংয়ে।
বোলারদের মধ্যে উন্নতি করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ৬ ধাপ উন্নতি করে ক্যারিয়ারসেরা রেটিংয়ে ২য় স্থানে উঠেছেন কিউই অধিনায়ক। ৬৫৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে থাকা স্যান্টনারের সামনে শুধুই শ্রীলঙ্কার মাহিশ থিকশানা, যার রেটিং ৬৮০। স্যান্টনারের সতীর্থ মাইকেল ব্রেসওয়েলও উজ্জ্বল ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ১০ ধাপ এগিয়ে ১৮তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া ৩ ধাপ এগিয়ে ৩য় স্থানে রয়েছেন চ্যাম্পিয়ন ভারতের বোলার কুলদীপ যাদব। আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজাও এগিয়েছেন ৩ ধাপ, উঠেছেন ১০ম স্থানে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে ৫ এ নামিয়ে দিয়ে ৪র্থ স্থানে উঠেছেন কিউই অধিনায়ক স্যান্টনার। এছাড়া ৭ ধাপ উন্নতি করে ৭ম স্থানে উঠেছেন মাইকেল ব্রেসওয়েল, ৮ ধাপ এগিয়ে ৮ম স্থানে উঠেছেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।