শিষ্যদের সব বল খেলার প্রবণতায় হতাশ ডমিঙ্গো
সাম্প্রতিক সময়ে এই ধৈর্যের ছিটেফোঁটা নেই বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিংয়ে। এতে বেশ হতাশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-06-24T20:56:20+06:00
আপডেট হয়েছে - 2022-06-24T20:56:20+06:00
টেস্টকে বলা হয় ধৈর্যশীলদের ফরম্যাট। তবে বোলারদের চেয়েও এখানে ব্যাটারদের বেশি ধৈর্যের পরিচয় দিতে হয়। অথচ সাম্প্রতিক সময়ে এই ধৈর্যের ছিটেফোঁটা নেই বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিংয়ে। এতে বেশ হতাশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ পড়েছিল ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে, শুরুর যে ক্ষত শেষপর্যন্ত বাংলাদেশের ম্যাচ হারের কারণ হয়ে দাঁড়ায়। এতে পুরোটাই ক্যারিবীয়দের বোলিংয়ের কৃতিত্ব ছিল- এমনটি বলার সুযোগ নেই। কারণ দায় আছে বাংলাদেশের ব্যাটারদের অহেতুক শট খেলার প্রবণতারও।
বিশেষ করে নতুন বলে অফ স্টাম্পের বাইরের বল খেলার অভ্যাসই যেন নেই বাংলাদেশের ব্যাটারদের। ডমিঙ্গো জানালেন, দ্বিতীয় টেস্টে এই প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য কাজ করেছে দল।
তিনি বলেন, 'কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ভালো দুটি প্র্যাকটিস সেশন করেছি আমরা। উন্নতির চেষ্টা চলছে। প্রথম টেস্টের ভুল ছিল নতুন বল ছেড়ে খেলার ক্ষেত্রে। নিউজিল্যান্ডে আমরা নতুন বলে খেলার বলগুলো খেলে বাকি ডেলিভারি ছেড়ে দিয়েছি। অ্যান্টিগায় আমরা এমন কিছু বল খেলার চেষ্টা করেছি যেগুলো ছেড়ে দেওয়া যেত। আমাদের নিশ্চিত করতে হবে যেন বলগুলো ছেড়ে দেই, অন্তত প্রথম ৩০ ওভারে। অনেক কাজ করা হয়েছে। আশা করছি আগামী কিছু দিন এর প্রতিফলন দেখতে পাব।'
অ্যান্টিগা টেস্টের ব্যর্থতা ভুলে ডমিঙ্গোর পূর্ণ মনোযোগ এখন সেন্ট লুসিয়া টেস্টে। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে কিছুটা ইতিবাচক দিক খুঁজলেন সোয়া ৩ দিনে পরাজয় বরণ করা ম্যাচ থেকে।
ডমিঙ্গোর ভাষায়, 'অতীতে ভালো করেছি যেসব ইনিংসে সেগুলোর কথা ভাবতে হবে। আমরা জানি, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে অনেক ইতিবাচক দিকও আছে, বিশেষ করে যেভাবে মিডল অর্ডার দৃঢ়তা দেখিয়েছে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।