অস্ট্রেলিয়ার ওয়ানডে দল সামলাবেন একাধিক অধিনায়ক
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তার পাশাপাশি আরও অনেকেই মাঝেমধ্যে অধিনায়কত্ব করবেন বলে জানাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

প্রকাশিত হয়েছে - 2022-11-19T18:34:52+06:00
আপডেট হয়েছে - 2022-11-19T22:04:40+06:00
গত মাসেই অ্যারন ফিঞ্চের ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটের দলের নেতৃত্ব পান পেস বোলার প্যাট কামিন্স। কিন্তু জানা গেছে, আগামী ১২ মাসে অস্ট্রেলিয়া তাদের ওডিআই অধিনায়কত্বের নিয়ে এক প্রকার পরীক্ষা চালাবে।
প্রয়োজনে কামিন্সকে বসিয়ে মাঝেমধ্যে অন্য ক্রিকেটারদের দিয়ে দলের দায়িত্ব সামলানোর কাজ চালাবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয় অজিদের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক কামিন্সকে।
তার পরিবর্তে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে দলের অধিনায়কত্ব করেন কখনও পেশাদার খেলায় অধিনায়কত্ব না করা জশ হ্যাজলউড। যদিও একসময় ওয়ানডে দলের সহ-অধিনায়ক ছিলেন এই ডানহাতি পেসার। অর্থাৎ, দুই দিন আগে অ্যাডিলেডে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়কত্ব করার পরের ম্যাচেই দলে থাকেননি কামিন্স।
হ্যাজলউড টসের সময় বলেন, "আমি এই ম্যাচের জন্য (অধিনায়ক হিসেবে দায়িত্বে) আছি, এবং আশা করি এটি একটি সুন্দর এবং নির্বিঘ্ন পরিবর্তন। প্যাট (কামিন্স) সামনে ক্রিকেটের ঠাসাসূচি থাকায় বিশ্রাম পেয়ে খুশি। সে পরের ম্যাচে অধিনায়কত্ব করবে। এটি একটি বড় নেতৃত্বের দল, তাই এই ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে আছি।"
তবে হ্যাজলউড পরের বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে সবসময়ই কামিন্সের পরিবর্তে যে অধিনায়কত্ব পাবেন বিষয়টি এমন নয়। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বা জাতীয় দলে নিজের পুরোটা দিতে ২০২৩ আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন কামিন্স। টেস্টের পর গত মাসে পান ওয়ানডে অধিনায়কের দায়িত্ব। কিন্তু এরপরও অজিদের একদিনের দলে অধিনায়ক হিসেবে বিভিন্ন ক্রিকেটারকে পরখ করা হবে আশা করা হচ্ছে।
হ্যাজলউডকে ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক করে মূলত ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া দলে অধিনায়কত্বের নামের তালিকা বাড়ানো হলো। কারণ ইংল্যান্ডের বিপক্ষে একাদশে এমন ক্রিকেটেরও ছিলেন যারা সম্প্রতি অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন।
বিশেষ করে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যারন ফিঞ্চ ইনজুরিতে পড়লে দলের অধিনায়কত্ব করেন অ্যালেক্স ক্যারি। দলকে ২-১ ব্যবধানে সিরিজ জেতান। এবং স্টিভেন স্মিথ ঘরের মাঠে শেষ অ্যাশেজের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কামিন্স বাদ পড়লে অধিনায়কের দায়িত্ব পালন করেন।
"আমি আশা করি না যে প্যাট বিশ্বকাপের আগে প্রতিটি একদিনের ম্যাচ খেলবে," সিএ এর নির্বাচন কমিটির প্রধান জর্জ বেইলি কামিন্সকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করার সময় বলেছিলেন, "আমাদের দলের মধ্যে অনেক খেলোয়াড় আছে যারা তাদের প্রয়োজনে নেতৃত্ব নিতে পারে। তাই আমি আশা করি আমরা হয়তো দুই বা তিনজনকে কোনো পর্যায়ে নেতৃত্ব নিতে দেখব। আমরা একজন অধিনায়কের দায়িত্ব নেওয়ার ধারণা থেকে সরে দাঁড়াচ্ছি। অনেক সময় এটি এক ধরনের সহযোগিতা।"
এক্ষেত্রে নেতৃত্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ডেভিড ওয়ার্নারও ভবিষ্যতে একটি বিকল্প হতে পারেন। অদূর ভবিষ্যতেই সেটা বলে দেবে। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ট্রাভিস হেডকে দেখা যেতে পারে কামিন্সের জায়গায়।
তবে, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বিশ্বকাপের পর ফিঞ্চ জানান যে, তিনি বিগব্যাশের আগে তার ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলে অধিনায়ক হিসেবে থাকবেন বলে আশা করছেন না।
বিশ্বকাপের পরপরই জাতীয় দলে টি-টোয়েন্টিতে নিজের নিয়ে সাংবাদিকদের ফিঞ্চ জানিয়েছিলেন
”না, আমি অবসর নিচ্ছি না। এখনই নয়। আমি বিগ ব্যাশ খেলব এবং দেখব এর পরে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আমি এখনও ক্রিকেট খেলতে, টি-টোয়েন্টি খেলতে উপভোগ করছি।”
“আগস্ট পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি নেই, তাই বেশ লম্বা বিরতি আছে। এখনও অনেক সময় আছে যাতে সব কিছু দেখেশুনে সিদ্ধান্ত নেওয়া যাবে। ”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।