Scores

শুরুর এই ব্যর্থতায় বিচলিত নন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের শুরুটা ভালো হয়নি। চারটি ম্যাচ খেলে দুটিতে জয় পেলেও মাশরাফি বিন মুর্তজার দল হেরেছে দুটি ম্যাচেই। শুক্রবার (১২ জানুয়ারি) জয়ের খুব কাছে গিয়েও দলটি হেরেছে ঢাকা ডায়নামাইটসের কাছে।

শুরুর এই ব্যর্থতায় বিচলিত নন মাশরাফি মাশরাফি মুডি

দলের অধিনায়ক ও আইকন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা অবশ্য এতে বিচলিত নন, নন বিমর্ষ কিংবা বিষণ্ণও। এর পেছনে অবশ্য কারণও আছে। গত আসরেও রংপুর রাইডার্সের শুরুটা তো এমনই ছিল। প্রথম চার ম্যাচে জয় এসেছিল মাত্র একটি ম্যাচে!

মাশরাফি মনে করেন, একেক জায়গা থেকে একেক খেলোয়াড় জড়ো হয়ে টুর্নামেন্টের শুরুতে ভালো করা একটু কঠিনই। ‘দল’ হয়ে উঠতে যে সময় লাগে সেই সময় ক্ষেপণে ‘নড়াইল এক্সপ্রেস’ এর নেই তাড়াহুড়া।

Also Read - সিলেটে স্বাগতিক দর্শকদের ‘উপহার’ দেবেন তাসকিন


মাশরাফি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে এমনটা হয়, আমরা তো দীর্ঘ দিন অনুশীলনের সুযোগ পাই না একসঙ্গেতাই দল হয়ে উঠতে একটু সময় লাগেআর এমন ম্যাচ হতেও সময় লাগে।’

ঢাকার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের উইকেট ভালো ছিল জানিয়ে মাশরাফি বলেন, ‘এখন টুর্নামেন্ট মাত্রই শুরুর দিকেআমরা চারটা ম্যাচ খেলে ফেলেছিঅন্য দল এখনো এতগুলো ম্যাচ খেলেওনিআমি মনে করি, উইকেট এমন হলে আরও ভালো কিছু ম্যাচ দেখা যাবে।’

শুরুর এই ব্যর্থতায় বিচলিত নন মাশরাফি

তবে সহজ ম্যাচ হেরে যাওয়ার পর নিজেদের দায় শিকার করে নিয়েছেন মাশরাফি। সেট ব্যাটসম্যান আউট হওয়ায় দল চাপে পড়ে গিয়েছিল বলে মনে করেন তিনি। শেষদিকে তরুণ বোলার আলিস ইসলাম এসে তো রংপুরকে রীতিমত লণ্ডভণ্ড করে দিলেন!

মাশরাফি বলেন, ‘আমাদের জন্য সহজই ছিল ম্যাচটাআমাদের সেট ব্যাটসম্যান ছিল উইকেটেআমাদের জন্য চাপ ছিল শুরুর দিকে, ব্যাটিংয়ের শুরুতে যখন গেইল আউট হয়ে যায়এরপর মারুফও যখন আউট হয়ে গেলশুরু থেকে চাপ ছিল।’

শেষদিকে রংপুর জয়ের আপ্রাণ চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি। সেজন্য কৃতিত্ব দিয়েছেন ম্যাচসেরা স্পিনার আলিসকেই, ‘চাপ সামলে যখন শেষ পর্যায়ে এল, তখন চাপ আরও বেড়ে গিয়েছিলওদের ঐ বোলার ভালো লড়াই করেছে, শেষ পর্যন্ত সে-ই জিতেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেই লড়াইয়ে টিকে থাকতে চান মাশরাফি

‘দলটা একজনের নয়, অনেকের’

‘ওরা ৭০ ভাগ দিলে, আমাদের শতভাগ দেওয়া লাগবে’

ইংরেজ হলে নাইটহুড পেতেন সাকিব!

বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন স্টয়নিস?