
শুরু হচ্ছে এইচপি ক্যাম্প
প্রকাশিত হয়েছে - 2024-05-20T15:41:23+06:00
আপডেট হয়েছে - 2024-05-20T15:41:23+06:00
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প শুরু হচ্ছে। ২৫ জন ক্রিকেটারকে নিয়ে প্রায় চার মাস ধরে চলবে এবারের এইচপি ক্যাম্প। ক্রিকেটারদের তালিকা এবং ক্যাম্পের সময়সূচি, কার্যক্রমের বিষয়গুলো এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
হাই পারফরম্যান্স ইউনিটের সাথে বিসিবি কর্তারা।
২০ মে এইচপি ক্যাম্পের ক্রিকেটারের মিরপুরে রিপোর্ট করতে বলা হয়েছে। ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং এবং এডুকেশনের কার্যক্রম চলবে। ক্রিকেটারদের ইংরেজি ভাষার দক্ষতা, গণমাধ্যমের সাথে যোগাযোগ, এসিইউ (আইসিসির দুর্নীতি দমন ইউনিট) এবং ক্রিকেটের নিয়মকানুন বিষয়ে শিক্ষিত করা হবে ক্রিকেটারদের। মাঝে ২২ মে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সাথে পরিচয় পর্বও থাকছে।
২১ জুন থেকে ১৮ আগস্ট পর্যন্ত রাজশাহী এবং বগুড়াতে চলবে স্কিল ট্রেনিং, ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন এবং আন্তঃ স্কোয়াড ম্যাচ। এরপর ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ‘এ’ দল এবং বাংলাদেশ টাইগার্সের সাথে ম্যাচ খেলবে এইচপি দল।
এবারের এইচপি ক্যাম্পে ডাকা হয়েছে ২৫ জন ক্রিকেটারকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের সাথে স্কোয়াডে জায়গা পেয়েছেন সর্বশেষ ডিপিএলে ভালো করা ক্রিকেটাররা।
একনজরে এইচপি ক্যাম্পের ২৫ ক্রিকেটার : মাহফুজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান, আরিফুল ইসলাম, এসএম মেহরাব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, আমিত হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, মেহেদী হাসান, নাইম হোসাইন সাকিব, রুয়েল মিয়াহ, মারুফ মৃধা, রিপন মন্ডল, আশিকুর জামান, রহনতদৌলা বর্ষণ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।