শেষ দিকে বাংলাদেশকে ব্যাটিং করাতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা
দ্রুত উইকেট তুলতে চেয়েছে দক্ষিণ আফ্রিকা।

শেষ দিকে বাংলাদেশকে ব্যাটিং করাতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত হয়েছে - 2024-10-30T21:35:51+06:00
আপডেট হয়েছে - 2024-10-30T21:35:51+06:00
চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে একদম খাদের কিনারায় চলে গিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। প্রথম ইনিংসে ৫৭৫ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করানো দক্ষিণ আফ্রিকা এখনও এগিয়ে আছে ৫৩৭ রানে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শেষ বিকেলে টাইগারদের ৪ উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনের বেশিরভাগ সময় বোলিং-ফিল্ডিং করা বাংলাদেশকে শেষ
বিকেলে ব্যাটিং করাতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ক্লান্ত থাকা টাইগারদের ব্যাটিংয়ে
নামিয়ে তুলতে চেয়েছিল উইকেট। এই প্ল্যানে সফলও হয়েছে প্রোটিয়ারা।
দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭৭ রানের ইনিংস খেলে টনি ডি জর্জি সংবাদ সম্মেলনে বলেন, ‘আসলে যখন আপনি ইনিংস ঘোষণা করে দেবেন, আপনি চাইবেন (প্রতিপক্ষের) ১০টি উইকেটই তুলে নিতে। এইডেন (মারক্রাম) ভেবেছে এটাই সঠিক সময় ছিল। কেজি (কাগিসো রাবাদা) যখন থাকবে তখন আপনার বোলিং লাইনআপে তখন আপনি যেকোনো কিছুই করতে পারবেন। প্যাটও (ডেন প্যাটারসন) ভালো করেছে। উইকেট তুলেছে। (বাংলাদেশের) সবাই টায়ার্ড ছিল কিছুটা। এই সময়টা আসলে ব্যাট করার জন্য ভালো ছিল না। ফলে আমারও হয়ত কষ্ট হত। যেকোনো কিছুই হতে পারে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি আমরা।’
শেষ দিকে উইয়ান মাল্ডারের সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে দিতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ডি জর্জি জানান, ‘লাইটের ব্যাপার ছিল। আমরা চেয়েছিলাম বল করতে শেষ দিকে। সাথে তার স্পেশাল মুহূর্তটাও চেয়েছিলাম, দারুণ ব্যাট করেছে সে অনেক কাছাকাছিও ছিল। ফলে সে সেঞ্চুরিটা তুলে নিল। একদম ঠিক সময়টা এইডেন ভালো জানবে হয়তবা (হাসি)।’
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।