শেষ মুহুর্তে চট্টগ্রামের নতুন সাইনিং ফার্নান্দো
আভিস্কা ফার্নান্দোকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

লঙ্কান তারকাকে দলে ভেড়াল চট্রগ্রাম
প্রকাশিত হয়েছে - 2024-01-06T14:48:35+06:00
আপডেট হয়েছে - 2024-01-06T14:48:35+06:00
বিপিএল শুরুর অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। দলগুলোর প্রস্ততিও প্রায় শেষ পর্যায়ে। অপেক্ষা বল মাঠে গড়ানোর। বিসিবিও প্রস্তুত হচ্ছে নতুনভাবে আধুনিকতার ছোঁয়া নিয়ে বিপিএল আয়োজনে। আগামী ১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর।
এরই মধ্যে ড্রাফটের পাশাপাশি সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভিড়িয়েছে দলগুলো। একইসময় বিভিন্ন লিগের খেলা চলবে, ফলে ভালো মানের বিদেশি খেলোয়াড় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ মুহুর্তে এসে লঙ্কান ব্যাটার আভিস্কা ফার্নান্দোকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আনন্দের সাথে নিশ্চিত করেছে ফার্নান্দোকে দলে নেওয়ার খবর। এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে আভিস্কা ফার্নান্দোর। ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রামের হয়েই খেলেছিলেন তিনি।
টি-টোয়েন্টি ফরম্যাট বেশ অভিজ্ঞ আভিস্কা ফার্নান্দো। ১০৮ টি-টোয়েন্টি খেলে এখন পর্যন্ত ১৩১.৯১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। করেছেন এক সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরি। শ্রীলঙ্কার হয়ে ৩৩ টি-টোয়েন্টি ও ২৯ টি ওয়ানডে খেলেছেন আভিস্কা ফার্নান্দো। যেখানে ওয়ানডেতে তার নামের পাশে রয়েছে পাঁচ ফিফটি ও তিন সেঞ্চুরি।
অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি রেকর্ড খুব একটা উজ্জ্বল নয় আভিস্কা ফার্নান্দোর। মাত্র ১১.৬২ গড়ে ৩৩৭ রান করেছেন তিনি। স্ট্রাইক রেটও টি-টোয়েন্টির সাথে বেমানান। মাত্র ৯৪.১৩!
উল্লেখ্য, এবারের বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। যা চলবে প্রায় দেড়মাস। যথারীতি তিন ভেন্যু ও সাত দল অংশ নিচ্ছে এবারও। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।