শেষ মুহূর্তে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিলেন রশিদ
কারণ হিসেবে চোটের কথা জানিয়েছেন রশিদ।

শেষ মুহূর্তে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিলেন রশিদ
প্রকাশিত হয়েছে - 2023-07-31T22:44:30+06:00
আপডেট হয়েছে - 2023-07-31T22:44:30+06:00
শুরুর আগ মুহূর্তে যেন নিজেদের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটাকে হারিয়ে ফেলল দ্য হান্ড্রেড। টুর্নামেন্টের এবারের আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান। কারণ হিসেবে দেখিয়েছেন চোটকে, যদিও তা স্পষ্ট নয়।
রশিদ খান। ছবি : গেটি ইমেজস
মাত্রই মেজর লিগ ক্রিকেটে এমআই নিউইয়র্কের হয়ে শিরোপা জিতলেন রশিদ। ফাইনালে ৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। সেই টুর্নামেন্টে খেলা শেষ করেই দ্য হান্ড্রেডে খেলার কথা ছিল রশিদের। দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে মাঠে নামার কথা ছিল রশিদের। সাউদার্ন ব্রেইভের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামত রশিদের রকেটস। কিন্তু শেষ মুহূর্তে রশিদ নিজের নাম সরিয়ে নেওয়ায় খেলা হচ্ছে না সেই ম্যাচ।
কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি রশিদ। খেলেননি বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচেও। দ্য হান্ড্রেডে রশিদ চোটকেই কারণ হিসেবে দেখিয়েছেন, তবে চোটের এই ব্যাপারটি এখনও স্পষ্ট নয়। আপাতত বিশ্রাম নিয়ে পাকিস্তান সিরিজ খেলে এরপর মহাগুরুত্বপূর্ণ এশিয়া কাপ এবং বিশ্বকাপে খেলবেন রশিদ।
রশিদ নাম প্রত্যাহার করায় বিশাল ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দ্য হান্ড্রেড। টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন ছিলেন রশিদ। বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়েই তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল রকেটস। এখন রশিদ না থাকায় দ্য হান্ড্রেডের জনপ্রিয়তা বেশ কমে যাবে বলেই ধারণা করা যাচ্ছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।