শেষ মুহূর্তে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডে দুই পরিবর্তন
ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে হারিস রউফ ও উসমান খানকে

প্রকাশিত হয়েছে - 2025-03-27T20:53:08+06:00
আপডেট হয়েছে - 2025-03-27T20:53:08+06:00
আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল তাদের স্কোয়াডে এসেছে দুইটি পরিবর্তন। সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে এই পরিবর্তন আনলো দলটি। দলে যুক্ত হয়েছেন দুই ক্রিকেটার ফাস্ট বোলার হারিস রউফ এবং উইকেটকিপার ব্যাটার উসমান খান।
সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে হারিস রউফ চার ম্যাচে আটটি উইকেট শিকার করেছিলেন, যদিও পাকিস্তান সিরিজটি হেরে যায়। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে দলে থাকলেও এক ম্যাচেও মাঠে নামেননি উসমান খান।
ওয়ানডে সিরিজের দলে তারা ছিলেন না। তবে টি-টোয়েন্টি সিরিজ শেষে তাদেরকে ওয়ানডে দলেও যুক্ত করা হলো। এছাড়াও, পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডের আরো আটজন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ ইতোমধ্যেই নেপিয়ারে ওয়ানডে দলে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, ওয়ানডে পরিসংখ্যানে এখন পর্যন্ত পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ১১৯ বার। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৫৪টি ম্যাচে, আর পাকিস্তান জয় পেয়েছে ৬১টি ম্যাচে। তিনটি ম্যাচ ফলাফলবিহীন থেকে যায়, আর একটি ম্যাচ টাই হয়।
তবে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে নেই পাকিস্তান। ঘরের মাঠে শেষ তিনটি ওয়ানডে ম্যাচেই হারের মুখ দেখেছে তারা। এর মধ্যে দুটি ম্যাচ ছিল একটি ত্রিদেশীয় সিরিজের অংশ, আর তৃতীয় ম্যাচটি ছিল ১৯ ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মোকিম, তায়্যব তাহির, হারিস রউফ, উসমান খান
পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি:
- ২৯ মার্চ – প্রথম ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
- ২ এপ্রিল – দ্বিতীয় ওয়ানডে, সেডন পার্ক, হ্যামিল্টন
- ৫ এপ্রিল – তৃতীয় ওয়ানডে, বে ওভাল, মাউন্ট মাউনগানুই