'সবার আগে ধোনির জন্য খেলতাম, পরে ভারত'
মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার দিনেই কেন সুরেশ রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সে কারণ ব্যাখ্যা করেছেন রায়না নিজেই। জানিয়েছেন, দেশের আগে তার কাছে বড় ধোনি।

প্রকাশিত হয়েছে - 2023-02-05T12:51:39+06:00
আপডেট হয়েছে - 2023-02-05T12:51:39+06:00
২০২০ সালে একই দিনে বা আরো ছোট করে বললে কয়েক মিনিটের ব্যবধানে ভারতীয় ক্রিকেট দুইজন তারকা অবসরের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন। মহেন্দ্র সিং ধোনির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়না। তুলনামূলক কম বয়সে রায়নার অবসরের ঘোষণা বেশি অবাক করে সবাইকে।
রায়না ও ধোনি
এই ভারতীয় ক্রিকেটার অবশেষে এটা নিয়ে মুখ খুললেন। জানালেন, ধোনি অবসর নেওয়ার কারণেই নিজেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। রায়নার মতে, দেশের আগে তার কাছে বড় ধোনি। তিনি প্রথমত ধোনির জন্যই ক্রিকেট খেলতেন, পরে ভারত।
২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পর জাতীয় দলে ধোনি ছিলেন উপেক্ষিত। এরপর ভারতের সাবেক এই অধিনায়ক ২০২০ সালের ১৫ আগস্ট সন্ধ্যায় ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। যেটা সে সময় ভক্তদের মনে ভালোভাবেই নাড়া দেয়।
এর ঠিক ৩০ মিনিট পর ধোনিকে অনুসরণ করেন রায়না। কিন্তু তখন এই ভারতীয় ক্রিকেটারের বয়স ছিল ৩৩ বছর। তাই ধোনির অবসর নেওয়ার থেকেও রায়নার অবসরে যাওয়াটা অনেক ভারতীয় ক্রিকেট ভক্তকে বেশি ভাবায়।
এই জুটির অবসর নেওয়ার পর দুই বছরেরও বেশি সময় হয়ে গেছে। এবং অবশেষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়ে মুখ খুলেছেন রায়না। সম্প্রতি স্পোর্টস তাকের সাথে একটি সাক্ষাত্কারের সময় ধোনির ঘোষণার ঠিক পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় রায়নাকে।
এসময় রায়না বলেন, "আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি। আমি ভারতের হয়ে তার সাথে খেলার সৌভাগ্য পেয়েছি এবং চেন্নাই সুপার কিংসের হয়েও। আমরা অনেক ভালবাসা পেয়েছি। আমি গাজিয়াবাদ থেকে এসেছি, ধোনি রাঁচি থেকে। আমি প্রথমত ধোনির জন্য খেলেছি, তারপর দেশের জন্য। এটাই সম্পৃক্ততা (ধোনির পরপরই অবসর নেওয়ার কারণ)। আমরা অনেক ফাইনাল খেলেছি, আমরা বিশ্বকাপ জিতেছি। সে একজন দুর্দান্ত নেতা এবং একজন মহান মানুষ।"
উল্লেখ্য, যে সময় রায়না ভারত দল থেকে অবসরের ঘোষণা দেন তখন অনেকদিন তিনিও ছিলেন জাতীয় দলের বাইরে। সবশেষ রায়না ভারতের হয়ে মাঠে নামেন ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে।
ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও অবসরে যাওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০২১ সালে সবশেষ ম্যাচ খেলেন রায়না। ২০২২ সালের আইপিএলে ২ কোটি রূপির ভিত্তিমূল্যেও কোনো দল রায়নাকে কেনেননি। তারপরই অবসর নেন লিগ থেকেও।
ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি ব্যাটার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩ বছরে ১৮টি টেস্ট, ২২৬ টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রায়না।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।