
ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্যামেরন হোয়াইট। খেলোয়াড়ি জীবনের অবসানের পর কোচিংয়ে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের সাবেক এই অধিনায়ক সম্প্রতি অবসরের ঘোষণা দেন। বিগব্যাশে আর খেলবেন না জানিয়ে হোয়াইট আরও বলেছেন, খেলোয়াড় হিসেবে আর তার মাঠে নামা হবে না। তবে ক্রিকেটেই থাকবেন অন্য ভূমিকায়। কোচ হিসেবে কাজ করতে চান তিনি।
লাল বলের চেয়ে সাদা বলে অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটে বেশি খ্যাতি অর্জন করেছেন হোয়াইট। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ দলের সদস্য ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার জার্সিতে হোয়াইট সর্বশেষ খেলেছেন ২০১৮ সালের শুরুতে, ইংল্যান্ডের বিপক্ষে।
২০০৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে হোয়াইটের। একসময়ে জনপ্রিয় হয়ে ওঠেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। আইপিএলের মত বড় আসরে মাঠ মাতিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
অবসরের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে হোয়াইট বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমি নিশ্চিতভাবেই খেলা ছেড়ে দিয়েছি। অ্যাডিলেড স্ট্রাইকারদের সাথে আমার এক বছরের চুক্তি ছিল। এই দলে আবার খেলতে হলে আমাকে আরও ভালো খেলতে হত। আমি মনে করিয়ে সময় ফুরিয়ে এসেছে।’ ক্রিকেট ক্যারিয়ার নিয়ে তৃপ্ত জানিয়ে হোয়াইট আরও বলেন, ‘আমি এখন কোচিংয়ে মনোযোগ দিতে চাই।’
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন হোয়াইট। জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৪টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।