সরফরাজকে ক্ষমা করে দিয়েছেন ডু প্লেসিস
বর্ণবাদী মন্তব্য করে বেশ বেকায়দায় পড়েছেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি সবার ক্ষোভ এতটাই জন্ম নিয়েছে যে তাকে হয়ত সাময়িকভাবে কিছু ম্যাচে নিষিদ্ধও করতে পারে আইসিসি।
তবে বাজে দৃষ্টান্ত স্থাপন করা সরফরাজকে ক্ষমা করে দারুণ এক উদাহরণ রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস জানিয়েছেন, সরফরাজকে ক্ষমা করে দিয়েছেন তিনি ও তার দল।
আর এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন সরফরাজের দুঃখপ্রকাশ। তবে আইসিসিকে এ ব্যাপারে কাজ চালাতে বারণ করেননি তিনি!
Also Read - টনিক যখন ‘লোকাল ক্যাপ্টেন’ অলকডু প্লেসিস বলেন, ‘আমরা তাকে ক্ষমা করে দিয়েছি কারণ সে দুঃখ প্রকাশ করেছে। সে ক্ষমা চেয়েছে এবং দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এটা এখন আর আমাদের বিষয় নয়, আইসিসি এই বিষয় সামলাবে।’
তবে ক্ষমা করে দেওয়ার মানে যে বিষয়টিকে হালকাভাবে দেখা নয়, ডু প্লেসিস জানিয়েছেন সেটিও। তিনি বলেন, ‘যখন আপনি দক্ষিণ আফ্রিকায় আসবেন, বর্ণবাদী মন্তব্য বিষয়ে আপনাকে খুব সচেতন থাকতে হবে। আমরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি না, কিন্তু যেহেতু দ্রুতই ক্ষমা চাওয়া হয়েছে তার মানে সেখানে অনুশোচনা আছে। আমরা ক্ষমা করতে পারি কিন্তু বিষয়টি ভোলার মতো নয়।’
তার ভাষ্য, ‘আমরা খুব দয়ালু একটা দল। আমরা সহজেই ক্ষমা করে দেই।’
দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালে স্ট্যাম্পের পেছনে থাকা সরফরাজ ব্যাটিংয়ে থাকা অ্যান্ডিলে ফেলুকায়োকে উদ্দেশ্য করে অত্যন্ত বাজে মন্তব্য করে বসেন। ম্যাচটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় সফরকারী পাকিস্তান। এই দুঃসংবাদের পর দলকে শুনতে হয় আরেকটি দুঃসংবাদ; যখন সরফরাজের বর্ণবাদী আচরণের জোরালো অভিযোগ ওঠে। ম্যাচ হারার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমলোচনার ঝড় উঠে। অনেকেই সরফরাজকে বহিস্কারের দাবি জানেন।
ঐ ঘটনার পর অনুতপ্ত সরফরাজ অবশ্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু হয়ত খুব একটা তাতেও লাভ হয়নি। পাঁচ ম্যাচ সিরিজের বাকি তিনটি ম্যাচে তাকে নিষিদ্ধ করতে পারে আইসিসি। একই সাথে বড় অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে বর্তমান পাকিস্তান জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটারকে।