সরফরাজের অভিষেক, কাঁদলেন বাবা-স্ত্রী

প্রকাশিত হয়েছে - 2024-02-15T10:58:20+06:00
আপডেট হয়েছে - 2024-02-15T10:58:20+06:00
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের হয়ে অভিষেক হলো সরফরাজ খানের। রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে সরফরাজের অভিষেক হয়েছে ভারতের জার্সিতে। এ সময় আবেগে কেঁদে ফেলেন সরফরাজের বাবা ও স্ত্রী। [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পরম আরাধ্য ভারতের টেস্ট ক্যাপ হাতে সরফরাজ খান। ছবি : বিসিসিআই
সরফরাজকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন ভারতের স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে। ২৬ বছর বয়সী এই ব্যাটার ছাড়াও ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলের। তাকে টেস্ট ক্যাপ তুলে দেন আরেক কিংবদন্তি দীনেশ কার্তিক।
ভারতের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড আছে সরফরাজের। ২০২১-২২ মৌসুমে রঞ্জি ট্রফিতে মাত্র ৬ ম্যাচে ৯৮২ রান করেন তিনি। এছাড়া ২০১৯-২০ মৌসুমে ৬ ম্যাচে ৯২৮ রান ও সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে ৬ ম্যাচে ৫৫৬ রান করেন। তা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ হচ্ছিল না। চলমান ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার স্কোয়াডে জায়গা হয়। এবার জায়গা হলো একাদশেও।
সরফরাজ ছাড়াও অভিষেক হয়েছে ধ্রুব জুরেলের। ছবি : বিসিসিআই
১-১ এ সমতা বিরাজ করা সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের শুরুটা ভালো হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ৩৪ রান জড়ো করতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। সাজঘরে ফিরেছেন যশস্বী জাইসওয়াল, শুবমান গিল ও রজত পতিদার। ৩ উইকেট পড়ে গেলেও সরফরাজ বা জুরেল কেউই এখনও ক্রিজে নামেননি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।