Scores

ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রোটিয়া ক্রিকেটার ফরটুইন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ক্রিকেটার বিয়র্ন ফরটুইন। সম্প্রতি তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার নিজেই। 

ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রোটিয়া ক্রিকেটার ফরটুইন
ইসলাম ধর্ম গ্রহণের পর স্ত্রীর সাথে বিয়র্ন ফরটুইন। ছবি : ইনস্টাগ্রাম

ইসলাম ধর্ম গ্রহণ করে ফরটুইন তার নাম রেখেছেন ইমাদ। নিজের ইচ্ছায়ই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। তার স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন।

ফরটুইনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি শেয়ার করা হয়েছে। সেখানে আরও একজনের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট দেওয়া। সেই স্ক্রিনশটে লেখা, ‘গত রাতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে। তার নাম রেখেছে ইমাদ। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।’

Also Read - পরাজয়ের বৃত্তে বন্দী রইল সাকিবহীন কলকাতা


আরেক স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন, যেখানে তাকে অভিনন্দন জানানো হয়েছে। প্রত্যুত্তরে অভিনন্দন জানানো ব্যক্তিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

২৬ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেছেন ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

Related Articles

আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ

সাড়ে ‘৫’ বছর পর টি-টোয়েন্টি দলে ওকস

ভারতকে কটাক্ষ : শঙ্কায় ম্যাককালাম-মরগানের আইপিএল ভবিষ্যৎ

লুঙ্গি-নরকিয়ার তোপে ‘১০০’ রানও করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

ভারতের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, নেতৃত্বে ধাওয়ান