সহ-অধিনায়কত্ব হারাতে পারেন শাদাব!
সীমিত ওভারের ফরম্যাটে বাবর আজমের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন শাদাব খান। ইতোমধ্যে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ারও সুযোগ হয়েছে।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-19T13:10:59+06:00
আপডেট হয়েছে - 2023-09-19T13:10:59+06:00
এশিয়া কাপে ব্যর্থতার পর পাকিস্তানের সহ-অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডে ইতোমধ্যে শাদাব খানকে সরানোর ব্যাপারে আলোচনাও হয়েছে বলে দাবি উঠেছে গণমাধ্যমে।
সহ-অধিনায়কত্ব-হারাতে-পারেন-শাদাব
টুর্নামেন্টের সুপার ফোরে মাত্র একটি জয় পেয়েছে পাকিস্তান। সেটি বড় কথা নয়, চার দলের মধ্যে সবার শেষে থেকে এশিয়া কাপ শেষ করেছে। বাঁচা-মরার লড়াইয়ে শাদাব খানের বোলিংও আলোচনায় এসেছে।
পুরো টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্সের পাশাপাশি সহ-অধিনায়কত্বের ব্যাপারটিও পিসিবির আলোচনায় এসেছে বলে দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ। তাঁদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইতোমধ্যে বাবর আজমের সঙ্গে বৈঠকে বসেছে পিসিবি।
সেই বৈঠকে দলের মূল ক্রিকেটারদের ফর্ম নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। সেই সঙ্গে বাবরের ডেপুটি নিয়েও একটি আলোচনা হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে আসে,
“বৈঠকে বাবর আজম ও প্রধান নির্বাচক দলের ক্রিকেটারদের ফিটনেস সমস্যা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফর্ম নিয়ে আলোচনা করেছেন।”
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাদাব জানিয়েছেন, অন ফিল্ডে দলের ক্রিকেটাররা বাবরের অধিনায়কত্ব উপভোগ করছেন না। তাঁর কারণ মাঠে পুরো ভিন্ন রূপে দেখা যায় বাবরকে। তবে মাঠের বাইরে বাবরের সঙ্গ উপভোগ করেছেন বলে জানান শাদাব।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে নতুন সহ-অধিনায়ক পাবে পাকিস্তান। এর মধ্যে নাম এসেছে শাহীন শাহ আফ্রিদিরও। পিসিবি চাইলে তাকেও হয়তো বাবরের ডেপুটি হিসেবে দেখা যেতে পারে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।