সাউথ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেডের কোচের দায়িত্ব ছাড়ছেন গিলেস্পি
পাকিস্তানের কোচ হওয়ার গুঞ্জন রয়েছে বাংলাদেশের বিপক্ষে নাইটওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকানো গিলেস্পির।

সাউথ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেডের কোচের দায়িত্ব ছাড়ছেন গিলেস্পি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-03-28T23:25:52+06:00
আপডেট হয়েছে - 2024-03-28T23:25:52+06:00
অস্ট্রেলিয়ার রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়া এবং বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন জেসন গিলেস্পি। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। জুনের শেষে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন গিলেস্পি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জেসন গিলেস্পি। ছবি : গেটি ইমেজস
খেলা ছাড়ার পর কোচিংয়ে নাম লেখানো গিলেস্পি ২০১৫-১৬ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীনে নয় মৌসুমে পাঁচবার প্লে-অফে খেলেছে অ্যাডিলেড। এর মধ্যে ২০১৭-১৮ মৌসুমে বিগ ব্যাশের শিরোপা জেতে অ্যাডিলেড। এখনও পর্যন্ত দলটির একমাত্র শিরোপা জয়ের কীর্তিও সেটিই। ২০২০-২১ সালের গ্রীষ্মে সাউথ অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব নেন গিলেস্পি।
সর্বশেষ মৌসুমটা হতাশাজনক ছিল সাউথ অস্ট্রেলিয়ার জন্য। শেফিল্ড শিল্ডে ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছে সাউথ অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে অবশ্য প্লে-অফে গিয়েছিল অ্যাডিলেড। নকআউট ম্যাচে পার্থ স্কর্চার্সকে হারানোর পর চ্যালেঞ্জার ম্যাচে ব্রিসবেন হিটের কাছে হেরে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। পরে শিরোপা জেতে ব্রিসবেন।
বিদায়ের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে গিলেস্পি জানিয়েছেন, ‘এখানে সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে আমরা যা অর্জন করেছি তাতে আমি ব্যাপকভাবে গর্বিত। আমি সেসব মুহূর্তগুলো সবসময় স্মরণ করব। আমার কোনো সন্দেহ নেই সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটের একটি উজ্জ্বল ভবিষ্যত আছে। এখানে কাজের সময়ে যারা আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এটি ছিল দারুণ একটি দলগত প্রচেষ্টা। নিজের ঘরের রাজ্যের দলে খেলতে পারা এবং কোচিং করাতে পারা আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা ছিল। এটি এমন কিছু যা অর্জন করতে পারাটা আমার জন্য সম্মানের। সামনে তাকিয়ে আমি নতুন সুযোগের জন্য এবং আমার ক্যারিয়ারের পরের অধ্যায়ের জন্য রোমাঞ্চিত।’
অন্যদিকে হন্যে হয়ে কোচ খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানের পরবর্তী কোচ হিসেবে জেসন গিলেস্পির নাম আলোচনায় রয়েছে। এর আগে শেন ওয়াটসন, মাইক হেসন ও ড্যারেন স্যামিরা প্রস্তাব নাকচ করে দিয়েছেন। পিসিবির পছন্দের তালিকায় আছেন গ্যারি কারস্টেন ও লুক রনকিও। দুজনই সিদ্ধান্ত নিতে আরেকটু সময় চেয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।
অস্ট্রেলিয়ার হয়ে ১৬৯ ম্যাচে ৪০২ উইকেট শিকার করা গিলেস্পির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১১ সালে আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালনের পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ারের দায়িত্ব নিয়েছিলেন। তাদের ডিভিশন টু থেকে তুলে এনে টানা দুবার চ্যাম্পিয়নও করেছিলেন। ২০১৬ মৌসুমের শেষে ইয়র্কশায়ারের দায়িত্ব ছেড়ে দেন। ২০১৮ সালে আরেক কাউন্টি দল সাসেক্সের দায়িত্ব নিয়েছিলেন গিলেস্পি।
এছাড়া পাপুয়া নিউগিনির কোচ হিসেবে কাজ করেছেন গিলেস্পি। আলোচনায় ছিলেন জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার সম্ভাব্য কোচ হিসেবে। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের বিপক্ষে নাইটওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে গিলেস্পির।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।