সাউদির সামনে অসহায় শ্রীলঙ্কা

প্রকাশিত হয়েছে - 2018-12-15T13:25:19+06:00
আপডেট হয়েছে - 2018-12-15T13:25:19+06:00
স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হয়েছে শনিবার (১৫ ডিসেম্বর)। ওয়েলিংটনে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। যদিও সফরকারী লঙ্কানদের বড় সংগ্রহের আশা এখনও জিইয়ে রয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিওয়েলার ব্যাটে ভর করে।

প্রথম দিনের খেলায় গতি আর বাউন্সের ঝড় তুলেছেন কিউই পেসার টিম সাউদি। ম্যাচের শুরুতেই লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকাকে সাজঘরে ফেরান তিনি। ৫ রানে এক ওপেনারকে হারানোর পর ওয়ান ডাউনে নামা ধনঞ্জয়া ডি সিলভাও ফেরেন সাজঘরে, সাউদির শিকার হয়েই।
৭ রানে ২ উইকেট হারানো শ্রীলঙ্কা চাপে পড়ে গেলে চাপ সামলানোর দায়িত্ব বর্তায় নতুন ব্যাটসম্যান কুশাল মেন্ডিসের ঘাড়ে। তবে ক্রিজে থাকা ওপেনার দিমুথ করুনারত্নেকে দর্শক বানিয়ে তিনিও ধরেন সাজঘরের পথ। দলীয় ৯ রানে তাকেও ফেরান সাউদি। সাউদির তাণ্ডবে শ্রীলঙ্কা যখন বিধ্বস্ত তখন বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তোলেন করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
চতুর্থ উইকেটে দুজনে গড়ে তোলেন ১২৫ রানের জুটি। জুটি ভাঙে দলীয় ১৪২ রানে করুনারত্নে বিদায় নিলে। নেইল ওয়াগনারের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ১৪৪ বলের মোকাবেলায় ৭৯ রান আসে তার ব্যাট থেকে। মাথিউসকে ক্রিজে রেখেই দলীয় ১৬৭ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক দীনেশ চান্দিমাল, সাউদির শিকার হয়ে। এরপর ম্যাথিউসকেও (৮৩) আউট করেন সাউদি। এতে আবারও চাপে পড়ে যায় সফরকারী দলটি।
সেই চাপ সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন নিরোশান ডিকওয়েলা। তবে তাকে যোগ্য সমর্থন দিতে পারছেন না কেউই। ৮৭তম ওভারে দিনের শেষ বলে কাসুন রাজিঠা আউট হলে ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ডিকওয়েলা। দ্বিতীয় দিন সকালে তার সাথে ব্যাট করতে নামবেন ব্যাটিং অর্ডারের শেষ সদস্য লাহিরু কুমারা।
প্রথম দিনের খেলা শেষে ৯ উইকেট হারানো শ্রীলঙ্কার সংগ্রহ ২৭৫ রান।
সাউদি একাই শিকার করেছেন ৫ উইকেট। এছাড়া নেইল ওয়াগনার দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
টস: নিউজিল্যান্ড
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৭৫/৯
ম্যাথিউস ৮৩, করুনারত্নে ৭৯, ডিকওয়েলা ৭৩*
সাউদি ৬৭/৫, ওয়াগনার ৭৫/২
আরও পড়ুন: কেকেআরে খেলতে যাচ্ছেন কোন বাংলাদেশি?